বন্দুকযুদ্ধে নিহত টাইসন গের মেয়ে
যুক্তরাষ্ট্রের দৌড়বিদ টাইসন গের মেয়ে ট্রিনিটি গে সন্ত্রাসীদের গোলাগুলির ভিতর পড়ে নিহত হয়েছেন। গতকাল কেন্টাকি অঙ্গরাজ্যের লেক্সিংটন শহরে এই ঘটনা ঘটে।
লেক্সিংটন পুলিশ বিভাগ জানিয়েছে, গতকাল স্থানীয় সময় ভোর ৪ টায় একটি রেস্তোরার বাইরে দুই দল সন্ত্রাসীর মাঝে গোলাগুলি শুরু হয়। ১৫ বছর বয়সী ট্রিনিটি দুর্ভাগ্যক্রমে এর মাঝে পড়ে। গুলিতে আহত হওয়ার পর তাকে একটি ব্যক্তিগত গাড়িতে করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সন্তানের এরকম মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না টাইসন, “সে বেঁচে নেই, আমি কিছু বুঝে উঠতে পারছি না। সে গত সপ্তাহেই এখানে এসেছিল ছুটি কাটানোর জন্য। আমার সবকিছু এলোমেলো লাগছে।”
ট্রিনিটির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো যুক্তরাষ্ট্রে। দেশটির জাতীয় ক্রীড়া বিভাগ টুইটারে এক শোকবার্তায় জানায়, “ টাইসনের জন্য আমরা প্রার্থনা করছি। পরিবারের সব সদস্যদের প্রতিও সমবেদনা জানাচ্ছি যারা নিজের প্রিয়জন হারানোর বেদনায় কাতর।”
লেক্সিংটনের লাফায়েট্টে হাই স্কুলের ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলের উঠতি তারকা ছিলেন ট্রিনিটি। তাঁর স্কুলের পক্ষ থেকেও জানানো হয়েছে শোক, “এই মর্মান্তিক হামলায় ট্রিনিটির মৃত্যুতে আমাদের মন ভেঙ্গে গিয়েছে।”
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।