সেই স্টেইনকে সেরা একাদশে রাখলেন ক্লার্ক
মাঠে যাঁদের সঙ্গে খেলেছেন তাঁদের মধ্য থেকে টেস্টের সেরা একাদশ বেছে নিয়েছেন মাইকেল ক্লার্ক। দলে রেখেছেন সাত অস্ট্রেলিয়ান ও চার প্রতিপক্ষ খেলোয়াড়কে। বিশেষজ্ঞ বোলার হিসেবে দলে রেখেছেন মাত্র একজন প্রতিপক্ষ খেলোয়াড়কে। তিনি ডেল স্টেইন, যাঁর সঙ্গে অস্ট্রেলীয় অধিনায়কের লড়াই ছিল অনেকদিন সংবাদমাধ্যমের আগ্রহের তুঙ্গে। রিকি পন্টিংকে দলে রাখার পরও অধিনায়ক হিসেবে পছন্দ করেছেন ঘনিষ্ঠ বন্ধু শেন ওয়ার্নকে।
২০১৪ সাল। সিরিজের শেষ টেস্টে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি অস্ট্রেলিয়া। জয়ের জন্য মাত্র দুটি উইকেট প্রয়োজন মাইকেল ক্লার্কের দলের। কিন্তু গলার কাঁটা হয়ে ভারনন ফিল্যান্ডারের সঙ্গে ক্রিজ আঁকড়ে ছিলেন ডেল স্টেইন। তরুণ পেসার জেমস প্যাটিনসন ধৈর্য্য হারিয়ে কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন স্টেইনের সঙ্গে। দুপক্ষকে সামাল দিতে এসে উল্টো স্টেইনের সঙ্গে বিতণ্ডায় জড়ান অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক। করে বসেন এমন এক ব্যক্তিগত আক্রমণ যেটা শুনে পাক্কা নয় মাস ক্লার্কের সঙ্গে কথা বলেননি স্টেইন। ম্যাচ শেষে ক্লার্ক ক্ষমা চাইলেও তা মেনে নেননি বর্তমান সময়ের অন্যতম সেরা এ পেসার।
পরে জানা গেছে স্টেইনকে ‘জোচ্চোর’ বলেছিলেন ক্লার্ক। ব্যাপারটা যে স্টেইন কতটা ব্যক্তিগতভাবে নিয়েছিলেন সেটা জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রীড়া সাংবাদিক নিল ম্যানথ্রপ, “দুনিয়ার যে কোনো নামে স্টেইনকে ডাকতে পারেন আপনি, হাঁসের ডানায় জলের অবস্থা যেমন হয় সেটাকে তেমনি সে উড়িয়ে দেবে। কিন্তু ভুলেও ওকে জোচ্চোর বলবেন না।”
দুপক্ষের সম্পর্কটা পরে স্বাভাবিক হয়। নিজের নির্বাচিত টেস্ট দলে স্টেইনকে রেখে আবারও হয়তো বন্ধুত্বের বার্তা দিলেন মাইকেল ক্লার্ক।
ক্লার্কের দলে ওপেনার হিসেবে আছেন মাইকেল স্ল্যাটার ও ম্যাথু হেইডেন। পূর্বসূরী রিকি পন্টিংকে রেখেছেন তিন নম্বরে। এরপরেই আছেন ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ব্যাটিংয়ে ক্যারিবীয় সৌরভ ছড়ানো আরেক কিংবদন্তি ব্রায়ান লারা নামবেন ভারতের ‘ক্রিকেট ঈশ্বরের’ পরই। ছয় নম্বরে রেখেছেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। কিপিং গ্লাভস হাতে ক্লার্ক বিশ্বাস রেখেছেন সতীর্থ অ্যাডাম গিলক্রিস্টের ওপরই।
বোলিংয়ে সাবেক অস্ট্রেলিয়া অধিনায়কের আস্থা মিচেল জনসন, ডেল স্টেইন, গ্লেন ম্যাকগ্রা ও অধিনায়ক শেন ওয়ার্নের ওপর। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।