• " />

     

    একটুর জন্য বেঁচে গেলেন অন্য 'হিউজ'

    একটুর জন্য বেঁচে গেলেন অন্য 'হিউজ'    

    দুজনের নামই হিউজ। ফিলিপ হিউজ অকালে চলে গিয়েছেন ওপারে। তাঁর মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেট বিশ্ব। গতকাল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের এক ম্যাচে আবারও ঘটনার পুনরাবৃত্তি হতে পারত। ভাগ্য ভালোই বলতে হবে, দ্বিতীয় ‘হিউজের’ পরিণতিটা খুব বেশি খারাপ হয়নি। পিটার সিডলের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ড্যানিয়েল হিউজকে, তাঁর বদলি হিসাবে অন্য একজন অন্তর্ভুক্ত হয়েছেন দলে। ঘটনার আকস্মিকতায় রীতিমত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন সিডল। হয়ত বন্ধু হিউজের চেহারাটাই ভেসে উঠছিল তাঁর চোখের সামনে!

     

    ম্যাটাডোর বিবিকিউ ওয়ানডে কাপের ম্যাচে নিউ সাউথ ওয়েলস খেলতে নেমেছিল ভিক্টোরিয়ার বিপক্ষে। ৯ম ওভারের চতুর্থ বলটি বাউন্সার দেন সিডল, আর এতেই আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন ২৩ রান করা ড্যানিয়েল হিউজ। সবাই ছুটে গিয়ে তাঁকে প্রাথমিকভাবে সামলান। এরপর চিকিৎসকরা এসে তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। নতুন নিয়ম অনুসারে তাঁর বদলি হিসাবে দলে অন্তর্ভুক্ত হন নিক ম্যাডিসন।

     

    সতীর্থ ফিলিপ হিউজের মৃত্যু দেখেছেন। এজন্যই হয়ত ঘটনার পর থেকেই নিজেকে সামলাতে পারছিলেন না সিডল। ভিক্টোরিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড বারবারই সান্তনা দিচ্ছিলেন তাঁকে, “সে ঘটনার পর মুষড়ে পড়েছিল। প্রায় ১০-১৫ মিনিটের মতো এরকম অবস্থায় ছিল। গতবছর যেই ম্যাচে ইংল্যান্ডের এউইন মরগান স্টার্কের বলে মাথায় আঘাত পেয়েছিল, সেই ম্যাচেও আমি ছিলাম। পুরো দল সেদিন প্রায় আধা ঘণ্টার মতো স্তম্ভিত ছিল। এটা মোটেও সুখকর পরিস্থিতি না।”

     

    হিউজের মৃত্যুর পর ২০১৫-১৬ মৌসুমে ক্রিকেট অস্ট্রেলিয়া নতুন একটি নিয়ম করে। যদি কোনো ক্রিকেটার গুরুতর আঘাত পান তাহলে তাঁর বদলে নতুন একজনকে খেলার মাঝেই দলে অন্তর্ভুক্ত করা যাবে। বোর্ডের এই সিধান্তের প্রশংসা করেছেন ম্যাডিসন, “ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের সাথে সবাই একমত। আমার মতে এটা দারুণ একটা সিদ্ধান্ত। ড্যানিয়েল যখন আঘাত পেয়েছিল, তার ৩০ সেকেন্ডের মাঝেই আমরা বুঝে গিয়েছিলাম সে আর মাঠে নামতে পারবে না।”

     

    ম্যাডিসন নিজেও ব্যাটিংয়ের সময় আঘাত পেয়েছেন মাথায়। তবে খুব একটা গুরুতর ছিল না সেটা, “আমি খুব একটা অসুস্থ বোধ করিনি তখন। তখনও ম্যাচের অনেক বাকি ছিল। তাই আমার মাঠ ছেড়ে আসার কোনো কারণই ছিল না।” তার ৮৬ রানের সুবাদে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউ সাউথ ওয়েলস