• " />

     

    ক্লার্কের সাথে কোনো সম্পর্কই নেই ক্যাটিচের!

    ক্লার্কের সাথে কোনো সম্পর্কই নেই ক্যাটিচের!    

    দ্বন্দ্বের শুরুটা সেই ২০০৯ সাল থেকেই। ড্রেসিংরুমের অপ্রীতিকর ঘটনার পর মাইকেল ক্লার্ক- সাইমন ক্যাটিচের সম্পর্কে চিড় ধরেছিল। একসময়ের দারুণ বন্ধুত্ব রূপ নেয় শত্রুতায়। এমনকি ওই ঘটনার জের ধরে ক্যাটিচকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দিতেও ক্লার্ক নাকি সুপারিশ করেছিলেন, এমনটা দাবি করেছিলেন ক্যাটিচ। এরপর অনেক জল গড়িয়েছে, ক্যাটিচ, ক্লার্ক কেউ আর অজিদের হয়ে মাঠে নামেন না। নিজের আত্মজীবনীতে ক্লার্ক কিছুদিন আগে বলেছিলেন ক্যাটিচের চুক্তি থেকে বাদ পরার ব্যাপারে তাঁর হাত ছিল না। তবে এই দাবিকে একেবারেই নাকচ করে দিয়েছেন ক্যাটিচ।

     

    কিছুদিন আগেই নিজের আত্মজীবনীতে ক্যারিয়ারের নানান দিক তুলে ধরেন ক্লার্ক। সেখানে ক্যাটিচের সাথে ওই বিতর্কের বিষয়টাও ছিল। চুক্তি বাতিলের ব্যাপারে তাঁর হাত ছিল না বলেই জানান। তবে ক্যাটিচ এসব কথাকে ‘বই বিক্রির কৌশল’ হিসেবেই দেখছেন, “এত বছরেও আমার ওই ব্যাপারে মতামত বদলায়নি। আমি তখন যা বলেছিলাম এখনো ওটাতেই অটল আছি। আমার মনে হয় সে বই বিক্রির জন্যই এসব লিখেছে। বই থেকে আজব রকমের গল্পই জানা যাচ্ছে!”

     

    ওই ঘটনার পর দুজনের বন্ধুত্বে ফাটল ধরেছেন বলেই জানান সাবেক এই অজি ওপেনার, “ওই ঘটনার পর আমাদের খুব বেশি একটা কথা হয়নি। আমাদের মাঝে কোনো সম্পর্কই নেই বলা চলে।”