'হিউজের মৃত্যু বদলাবে না বোলারদের'
ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকে বাউন্সারে ব্যাটসম্যান ভূপাতিত হলেই যেন আঁতকে উঠছেন সবাই, ছুটে এসে খোঁজ নিচ্ছেন প্রতিপক্ষ দলের ফিল্ডাররা। ব্যাটসম্যানদের পর্যাপ্ত সুরক্ষায় হেলমেটের ডিজাইনে পরিবর্তন আনার প্রক্রিয়া থেকে শুরু করে দাবী উঠেছে বাউন্সার নিষিদ্ধ করারও। সর্বশেষ অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগেই যখন বাউন্সারে কাবু হয়ে আরেক হিউজ মাঠ ছেড়ে গেলেন, বাউন্সারের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠলো আবারও। তবে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্র্যাড হাডিন মনে করেন না এর জন্য বোলারদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন আছে।
নিউ সাউথওয়েলসের বিপক্ষে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে প্রাণ হারিয়েছিলেন সাউথ অস্ট্রেলিয়ার ফিলিপ হিউজ। ওই ঘটনায় নিউ সাউথওয়েলস সরকারের এক তদন্ত কার্যক্রম শেষে আগামী মাসে প্রতিবেদন দেয়ার কথা রয়েছে।
এদিকে গত শুক্রবার একদিনের ঘরোয়া টুর্নামেন্টে নিউ সাউথওয়েলসের ব্যাটসম্যান ডেনিয়েল হিউজ ভিক্টোরিয়ার পেসার পিটার সিডলের এক বাউন্সারে পুল করতে গিয়ে হেলমেটে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁকে দ্রুত তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে জানানো হয়, ওই ওপেনার সে ম্যাচে আর খেলার মতো অবস্থায় নেই।
এ ঘটনার পর ভিক্টোরিয়ার বোলাররা কিছুটা বিচলিত হয়ে পড়েন এবং তাঁদের স্বাভাবিক খেলায় ফিরতে কিছুটা সময় নেন।
তবে নিউ সাউথওয়েলসের প্রাক্তন অধিনায়ক ও অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রাড হাডিন এর জন্য ক্রিকেটীয় নিয়মকানুনে নতুন কোনো বিধিনিষেধ আরোপের পক্ষপাতী নন, “ফিলিপ হিউজের ঘটনাটা অবশ্যই মর্মান্তিক ছিল। তবে ক্রিকেটটা যেভাবে খেলা হচ্ছে সেভাবেই হবে। হ্যাঁ, ক্রিকেট এখন আগের মতো অতো বিশুদ্ধ ব্যাকরণ মেনে চলছে না। কিন্তু এখানে এমন কিছু করার সুযোগ নেই যেটা খেলাটাকেই বদলে দেবে।”