• " />

     

    বিসিবি একাদশের বিপক্ষে খেলবে সিডনি থান্ডার

    বিসিবি একাদশের বিপক্ষে খেলবে সিডনি থান্ডার    

    ২০ ডিসেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাশের’ ষষ্ঠ আসর। এই আসরকে সামনে রেখে গতবারের চ্যাম্পিয়ন সিডনি থান্ডার ৭ টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। এর শেষ ম্যাচটি হবে বিসিবি একাদশের বিরুদ্ধে। নিউজিল্যান্ড সফরের আগে বাংলাদেশ এই ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে পারবে। 

     

    ২০১৩-১৪ মৌসুমে সিডনির থান্ডারের  কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব পালন করছেন। ম্যাচটি বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে বলেই মনে করছেন, “আমার মনে হয় এই ম্যাচটির মাধ্যমে আমরা বুঝতে পারব চ্যাম্পিয়নদের সাথে কিভাবে তাল মিলিয়ে খেলতে হয়। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে। অস্ট্রেলিয়াতে গিয়ে অন্যরকম একটি পরিবেশে খেলা বরাবরই শিক্ষণীয় ব্যাপার।”

     

    দলের দায়িত্ব ছেড়ে দিলেও সবসময়ই খোঁজখবর রাখেন বলেই জানিয়েছেন হাথুরুসিংহ, “আমি ক্লাবের সব খেলা দেখার চেষ্টা করি। প্রতি বছর তাঁরা উন্নতি করছে এবং সঠিক পথেই আগাচ্ছে। বাংলাদেশ ওয়ানডেতে অনেক ভালো ক্রিকেট খেলছে। কিন্তু টি-টোয়েন্টিতে আমাদের অনেকদূর যাওয়ার আছে। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে। সিডনির মতো দলের সাথে খেললে সবাই বুঝতে পারবে তাঁদের অবস্থান কী।”

     

    সিডনি থান্ডারের জেনারেল ম্যানেজার নিক কামিন্স বিশ্বাস করেন ম্যাচটি দুই পক্ষের জন্যই উপকারী হবে, “আমি খুবই উচ্ছ্বসিত হয়েছিলাম যখন চন্দ্রিকা এবং বিসিবি প্রস্তুতি ম্যাচের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছিল। ম্যাচটি হওয়াতে আমি দারুণ খুশি। চন্ডিকা আমাদের চ্যাম্পিয়ন হওয়ার পথপ্রদর্শক ছিলেন, তিনি এখানে দারুণ জনপ্রিয়।”

     

    অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ভিতর অনেক থাণ্ডার ভক্ত রয়েছে বলেই জানান কামিন্স, “সিডনির বাঙালি সমাজের মাঝে আমাদের ক্লাবের দারুণ জনপ্রিয়তা রয়েছে। আশা করছি ম্যাচের দিন সবাই মাঠে আসবেন, অসাধারণ একটি আবহ তৈরি হবে।”

     

    আগামী ১৬ ডিসেম্বর সিডনির স্পটলেস স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে।