• " />

     

    ৩০ জনেই নেই বেনজেমা, সানচেজ

    ৩০ জনেই নেই বেনজেমা, সানচেজ    

     ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে গতকাল।  মেসি, রোনালদো, নেইমার, গ্রিজমানদের মতো প্রত্যাশিত নামগুলো আছে। তারপরও কিছু নামের অনুপস্থিতি একটু বিস্ময়ই জাগায়। গত বার যেমন জিয়ানলুইজি বুফন প্রথম ৩০ জনেই ছিলেন না। সেটি নিয়ে সমালোচনা কম হয়নি। এবার ওরকম কোনো চমক নেই, তবে করিম বেনজেমা, অ্যালেক্সিস সানচেজের নাম হয়তো অনেকেই আশা করেছিলেন।

     

    মাদ্রিদের ‘বিবিসি’ এর করিম বেনজেমা এই তালিকা থেকে বাদ পড়বেন, ব্যাপারটা হয়ত কেউ ভাবেননি। জিদানের অধীনে গত মৌসুমে ২৭ ম্যাচে করেছিলেন ২৪ গোল। রোনালদো, বেলদের পাশে তাঁর উপস্থিতি রিয়ালকে জিতিয়েছে চ্যাম্পিয়নস লিগ। তবে ফরাসি সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনার সাথে প্রতারণার ইস্যুতে অনেক সমালোচিত হয়েছিলেন, বাদ পড়েছিলেন ২০১৬ ইউরোর দল থেকেও। এ কারণেই হয়ত এই তালিকায় নেই বেনজেমা।

     

    টানা দ্বিতীয়বারের মতো চিলিকে কোপা আমেরিকা জিতিয়েছেন সানচেজ। আর্সেনালের হয়েও দুর্দান্ত খেলছেন। কিন্তু তবুও প্রাথমিক তালিকায় জায়গা হয়নি অ্যালেক্সিস সানচেজের। গত মৌসুমে ৪২ ম্যাচে করেছেন ১৭ গোল। এই মৌসুমে ১১ ম্যাচে করেছেন ৬ গোল। জাতীয় দলের হয়েও উজ্জ্বল তিনি, তাঁর নৈপুণ্যেই দল জিতেছে কোপা। তালিকায় তাঁর নাম না দেখে হতাশই হয়েছেন আর্সেনাল ভক্তরা।

     

    এছাড়া বার্সার জেরার্ড পিকে, সার্জিও বুস্কেটস, ম্যানচেস্টার সিটির ডেভিড সিলভা, মাদ্রিদের মার্সেলো, চেলসির ডিয়েগো কস্তা, ইডেন হ্যাজার্ড, পিএসজির এডিনসন কাভানি এই তালিকা থেকে বাদ পড়েছেন।