• " />

     

    রোনালদোকেই জয়ী দেখছেন রাউল

    রোনালদোকেই জয়ী দেখছেন রাউল    

    কখনো ট্রফিটা ছুঁয়ে দেখা হয়নি। মাদ্রিদের হয়ে বহু রেকর্ডের মালিক রাউলের ব্যালন ডি অর না পাওয়াটা আজও মেনে নিতেন পারেন না অনেক ভক্তই। গতকালই ঘোষণা হয়েছে এবারের ব্যালন ডি অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। সবার নজর অবশ্য রোনালদো, মেসি এবং গ্রিজমানের ওপর। রাউল অবশ্য বলছেন রোনালদোই এই পুরস্কার পাওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।

    ইউনাইটেড থেকে মাদ্রিদে আসার পর রোনালদোর ম্যাচপ্রতি গড় গোলসংখ্যা বেড়েছে। বর্তমানে ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে এই মৌসুমে খুব একটা ভালো ফর্মে নেই সিআর সেভেন, ৯ ম্যাচে করেছেন ৪ গোল।

    তবে এসবে খুব একটা চিন্তিত নন রাউল। চ্যাম্পিয়নস লিগ, ইউরো জেতা রোনালদোরই এবারের পুরস্কার পাওয়া উচিত বলে মনে করছেন এই মাদ্রিদ কিংবদন্তি, “আমার মনে হচ্ছে রোনালদোই ব্যালন ডি অর জিতবে। রোনালদো, মেসি এবং গ্রিজমানের মাঝেই লড়াইটা হবে মূলত। পোডিয়ামে ৩ জনকে দারুণ মানাবে।”

    সবদিক দিয়েই এবার রোনালদো এগিয়ে, মানছেন রাউল, “চ্যাম্পিয়নস লিগ এবং ইউরো ২টি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। এজন্যই আমার মনে হয় এই বছরটা রোনালদোর । তার দারুণ ব্যক্তিত্ব আছে, সাফল্যের ক্ষুধাও আছে। সে নিজেই নিজের বড় সমালোচক। সে সবসময়ই দলের জন্য সেরাটাই চায়। দলের সবাই তাকে অনেক পছন্দ এবং সম্মান করে। আমি এসব বুঝি কারণ আমিও তার সাথেই খেলেছি।”