চলে গেলেন কার্লোস আলবার্তো
ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় ছবি বললে এই ছবিটা হয়তো সবার আগে আসবে। দুর্দান্ত একটা আক্রমণের পর ডান দিক থেকে উঠে আসা এক ফুটবলার বুলেটের গতিতে বল জড়িয়ে দিয়েছেন জালে। ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে কার্লোস আলবার্তোর ওই গোল হয়ে গেছে ফুটবল পুরাণের অংশই। সেই গোলের রূপকার, সেবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবার্তো টরেস আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার রিও ডি জেনিরোতে তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
১৯৭০ বিশ্বকাপ ফাইনালে তাঁর করা গোলটিকে বলা হয় ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা। সে আসরের চ্যাম্পিয়ন ব্রাজিল দলটির এই অধিনায়ককে বিবেচনা করা হয় সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবেও। ভক্ত-অনুরাগীদের প্রিয় ‘কাপিতা’ জায়গা পেয়েছিলেন ২০ শতকের সেরা ফুটবল একাদশেও।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ৫৩টি ম্যাচে অংশ নেয়া কার্লোসের আন্তর্জাতিক গোল আছে ৮টি। ক্লাব ক্যারিয়ারে স্বদেশী ক্লাব ফ্লুমিনেসের হয়ে শুরুর পর সিংহভাগ কাটিয়েছেন ব্রাজিলের আরেক ক্লাব স্যান্টোসে। এরপর কোচ হিসেবে করিন্থিয়ানসসহ বহু ক্লাবসহ ওমান এবং আজারবাইজান জাতীয় দলের সাথে কাজ করেছেন।
গত বিশ্বকাপের ছয় শুভেচ্ছা দূতের একজন হিসেবে মনোনীত হওয়া কার্লোস আমৃত্যু কর্মরত ছিলেন ভাষ্যকার হিসেবে।