• " />

     

    মৃত্যুহুমকি পেলেন কলম্বিয়ার নারী ফুটবলার!

    মৃত্যুহুমকি পেলেন কলম্বিয়ার নারী ফুটবলার!    

    আন্দ্রেস এস্কোবারের কথা মনে আছে? ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আত্মঘাতী গোল করেছিলেন এই কলম্বিয়ান ফুটবলার। তাঁর এই গোলের জন্যই দল ছিটকে গিয়েছিল টুর্নামেন্ট থেকে। এই ঘটনার কিছুদিন পরেই স্বদেশী কিছু সন্ত্রাসীর গুলিতে নিহত হন তিনি। এবার একই দেশের মহিলা ফুটবলার নিকোল রেগনিয়ার দাবি করেছেন, তাঁকে প্রতিপক্ষ ক্লাবের ভক্তরা মৃত্যু হুমকি দিয়েছে!

     

    কিন্তু কেনো এই হুমকি? নেহায়েতই এক শান্ত শিষ্ট তরুণীকে কেনই বা কেউ মেরে ফেলতে চাইবে? একটু গভীরে গেলে জানা যায় পুরো ব্যাপারটাই আসলে দুই ক্লাবের মাঝে রেষারেষির ফলাফল। কলম্বিয়ার কালি শহরের দুই প্রান্তের দুটি ক্লাব  দেপোর্তিভো কালি এবং আমেরিকা কালি। বার্সা-রিয়াল, ইউনাইটেড-লিভারপুল, ইন্টার-মিলানদের মতো তাঁদের মাঝেও চিরশত্রুতা প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকেই। নিকোলের জন্ম এবং বেড়ে ওঠা এই কালি শহরেই। শৈশবে খেলেছিলেন দেপোর্তিভো ক্লাবের হয়ে। আর এটাই কাল হয়েছে তাঁর জন্য। কিছুদিন আগে যোগ দিয়েছেন আমেরিকা কালিতে, এতেই চটে গিয়ে হুমকি দিয়েছে পুরোনো ক্লাবের ভক্তরা।

     

    দেপোর্তিভোকে কিন্তু অনেক আগেই বিদায় বলেছিলেন নিকোল। স্পেনের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ বি এবং রায়ো ভায়েকানোর মহিলা দলে খেলছেন গত ২ বছর। কিছুদিন আগেই দেশের ক্লাব আমেরিকা কালিতে যোগদান করেছেন এই ফরোয়ার্ড। ২১ বছর বয়সী নতুন ক্লাবে যোগ দেয়ার পরই সেই ক্লাবের চিরশত্রু দেপোর্তিভোর জার্সি গায়ে তোলা কিছু ছবি সরিয়ে ফেলেন নিজের প্রোফাইল থেকে। এতেই এরকম হুমকি এসেছে বলে ধারণা তাঁর, “আমেরিকা ক্লাবে যোগ দেয়ার পর তাঁদের সমর্থকেরা আমাকে সাদরে গ্রহণ করেছে। কিন্তু দেপোর্তিভো ভক্তরা মনে হয় ব্যাপারটি ভালো চোখে দেখেননি। আমি নতুন চুক্তি সাক্ষরের ৪ দিন আগে দেপোর্তিভো জার্সি গায়ে তোলা ছবিগুলো মুছে ফেলেছিলাম। আমার নতুন এক যাত্রার শুরু হবে এই ক্লাবে, তাই তাঁদের প্রতি সম্মান দেখিয়ে আমি এইগুলো সরিয়ে দিয়েছি।”

     

    নিজের দেশে এরকম হুমকি পেয়ে হতাশ নিকোল, “আমি স্পেনে কখনোই এরকম হুমকি পাইনি। আমার অ্যাটলেটিকো  সতীর্থরা সবসময়ই কলম্বিয়াতে আসতে চাইত, আমিও তাঁদের বলতাম আমাদের দেশ খুবই শান্তিপ্রিয়। কিন্তু এখন আমি সত্যিই ভীত। আমি রাস্তায় বের হতেও ভয় পাচ্ছি এই ভেবে, আমার সাথে যেকোনো কিছুই হতে পারে!”

    এদিকে কলম্বিয়ার ফুটবল সংস্থার প্রধান ডিমায়োর বলেছেন দ্রুতই এই ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে, “আমরা এই ঘটনার সমাধানের চেষ্টা করছি। ভক্তদের আহবান করছি তাঁরা যেন সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে ফুটবলকে দূরে রাখে।”