• " />

     

    ব্যস্ত সূচিই অস্ট্রেলিয়ার আশীর্বাদ?

    ব্যস্ত সূচিই অস্ট্রেলিয়ার আশীর্বাদ?    

    তাঁদের আছে পাঁচ পাঁচটি বিশ্বকাপ! টেস্টেও তাঁদের রেকর্ড ঈর্ষণীয়। কিন্তু টি-টোয়েন্টিতে সেই তুলনায় অনেকটাই অনুজ্জ্বল। ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে অস্ট্রেলিয়া কখনোই বিশ্বকাপ জিততে পারেনি। দ্বিপাক্ষিক ম্যাচগুলোতেও রেকর্ড খুব ভালো নয়। আগামী বছর ২৪ ঘণ্টার ব্যবধানে প্রায় ৯০০০ মাইল দূরত্বে অজিদের পরপর দুটি ম্যাচ হবে! ২৩ ফেব্রুয়ারি পুনেতে শুরু হবে ভারতের সাথে টেস্ট সিরিজ। কিন্তু ২২ তারিখেই রয়েছে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ! অর্থাৎ দুই দেশে দুরকম দল পাঠাতে হবে অজিদের। আর এটাই দলের জন্য আশীর্বাদ হয়ে আসবে বলে মনে করছেন সাবেক উইকেটকিপার ব্র্যাড হ্যাডিন।

     

    সামনেই আসছে অজিদের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘বিগ ব্যাসের’ ষষ্ঠ আসর। সামনের বছরের সিরিজগুলোতে এখান থেকে কয়েকজন নতুন ক্রিকেটারকে দলে দেখতে চান হ্যাডিন, “আমি  টি-টোয়েন্টি দলের নাম ঘোষণার অপেক্ষায় আছি। আমরা কখনোই এই ফরম্যাটে ভালো খেলতে পারিনি। যেহেতু ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য মূল দল সেখানে চলে যাবে, তাই শ্রীলংকার বিপক্ষে এমন ক্রিকেটারদেরই নির্বাচন করতে হবে যারা এই ফরম্যাটে সেরা। আশা করি বিগ ব্যাশে যারা ভালো করবে তাঁদের কয়েকজনকে দলে অন্তর্ভুক্ত করা হবে।”

     

    তবে এরকম ঘটনা অজিদের জন্য নতুন নয়। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে সিডনির মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল তাঁরা, এর ঠিক তিনদিন পরেই শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকায় হওয়া টেস্ট সিরিজ। ওই বছরের অক্টোবরেই আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার মাত্র দুইদিনের মাথায় অ্যাডিলেডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। এই বছর ৩১ জানুয়ারি ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেই তিনদিন পর নিউজিল্যান্ডে ওয়ানডে খেলতে নামতে হয়েছিল অজিদের।