• সিরি আ
  • " />

     

    ম্যাচের সময় ভূমিকম্প!

    ম্যাচের সময় ভূমিকম্প!    

    ম্যাচের তখন ৩২ মিনিট। হুট করেই কেঁপে উঠলো পুরো স্টেডিয়াম। দিকবিদিক ছুটে বেড়াচ্ছে ভীত দর্শক। রেফারিসহ দুই দলের ফুটবলাররাও খুঁজছেন নিরাপদ জায়গা। এরকমই এক দৃশ্যের অবতারণা হয়েছিল সিরি আর একটি ম্যাচে।

     

    গত বুধবার ইতালিতে হয়ে যাওয়া ভুমিকম্পের কবলে পড়েছিল আদ্রিয়াটিকো জিওভান্নি স্টেডিয়ামে পেসকারা- আটালান্টা ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ২০ মিনিটের দিকে কেপে ওঠে পুরো ইতালি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৪। সাথে সাথেই খেলা থামিয়ে দেন রেফারি। দর্শকের মাঝে দেখা যায় চরম শঙ্কা। ক্লাব কর্মকর্তারা মাঠের ভিতরে এসে দাঁড়িয়ে পড়েন। সবার চোখেমুখেই ছিল ভয়ের আবহ।

     

    কিছুক্ষণ বিরতি দিয়ে আবারো খেলা শুরু হয়। তবে খেলা শেষ হওয়ার পর রাত ৯ টার দিকে আরেক দফা ভুমিকম্প হয়, সেবারের মাত্রা ছিল ৬.১। ভূমিকম্পে বিঘ্ন ঘটেছে লাজিও- ক্যালিয়ারি এবং ফিওরেন্টিনা-ক্রনটনের ম্যাচও। কিন্তু পেসকারার মাঠে এর প্রভাব বোঝা গেছে সবচেয়ে বেশি।

     

    গত আগস্টে ভয়াবহ ভূমিকম্পে ইতালির বিভিন্ন জায়গায় প্রায় ৩০০ জন মারা গিয়েছিল। যদিও এবার খুব একটা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।