• " />

     

    ইংল্যান্ডের বোলিং পরামর্শক হচ্ছেন সাকলায়েন

    ইংল্যান্ডের বোলিং পরামর্শক হচ্ছেন সাকলায়েন    

    বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজে স্পিনারদের হাতে নাকানি চুবানি খাচ্ছে ইংলিশ ব্যাটসম্যানরা। সামনের মাসেই শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। ভারতের মাটিতে স্পিনারদের আধিপত্যের কথা কারও অজানা নয়। কিছুদিন আগেই নিউজিল্যান্ড বাজেভাবে হেরেছে সেখানে। এসব কথা মাথায় রেখেই বিশেষ পরামর্শক হিসাবে পাকিস্তানের সাবেক স্পিনার সাকলায়েন মুশতাককে নিয়োগ দেয়ার সিধান্ত নিয়েছে ইসিবি।

     

    গত আগস্টে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংলিশদের বোলিং পরামর্শক হিসাবে কাজ করেছিলেন। তাঁর অভিজ্ঞতাটা ভারতের মাটিতেও কাজে লাগাতে চাইছিল ইংল্যান্ড। তবে বাগড়া দিচ্ছিল ভিসা সমস্যা। তবে ১৫ দিনের ভিসা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন দলের সবাই। এর আগে ইংলিশ ব্যাটসম্যানদেরও স্পিনের বিপক্ষে নানা কৌশল শিখিয়ে দলকে সাহায্য করেছিলেন।

     

    গ্যারেথ ব্যাটি, আদিল রশিদ ও মইন আলি; ইংল্যান্ডের ৩ স্পিনারের জন্য সাকলায়েনের আগমন আশার বাণী শোনাচ্ছে। তিনজন একসাথে ১৪ টি টেস্ট খেলেছেন, বহুবছর পর দলে ফিরেছেন ব্যাটি । মইন আলি তো গতকাল বলেই দিয়েছেন এখনো মনের মতো স্পিন করাতে পারেন না! ভারতের স্পিনিং উইকেটে প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়েল করার কৌশল সাকলায়েনের চেয়ে আর কেই বা ভালো দিতে পারবেন।

     

    ২০১৪ সালে ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন সাকলায়েন। ২০১২ সালে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে স্পিন পরামর্শক হিসাবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের সাথে কাজ করেছেন। আগামী ৯ নভেম্বর রাজকোটে থেকে শুরু হতে যাওয়া টেস্টকে সামনে রেখে মুম্বাইতে ইংলিশদের সাথে যোগ দেবেন সাকলায়েন