প্রতিপক্ষের সমর্থককে গ্যালারিতে গিয়ে লাথি!
১৯৯৫ সালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের সেই ঘটনা মনে আছে? রেগে গিয়ে প্যালেস সমর্থক ম্যাথিউ সিমন্সকে ‘কারাতে স্টাইলে’ লাথি মেরে প্রায় ৮ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন ইউনাইটেডের ফরাসি ফরোয়ার্ড এরিক ক্যান্টোনা। ২১ বছর পর একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন সেবাস্টিয়ান পল।
চিলির ঘরোয়া লিগের আউদাক্স ইতালিয়ানো- ইউনিভার্সিদাদের ম্যাচের শেষে খেলোয়াড়দের মাঝে তুমুল বাক বিতণ্ডা শুরু হয়। হঠাৎ করেই দর্শকসারিতে বসে থাকা একজনের দিকে তেড়েফুঁড়ে এগিয়ে যান পল। এরপর মুখ বরাবর ধুম করে লাগিয়ে দেন লাথি। ঘটনার আকস্মিকতায় রীতিমত অবাক হয়ে গিয়েছিলেন আশেপাশের সবাই।
তবে কেনো করলেন এই কাণ্ড? ২৮ বছর বয়সী পল জানিয়েছেন ওই দর্শক নাকি ম্যাচের সময় তাঁকে উত্যক্ত করছিল! শেষ পর্যন্ত তাঁর এসব অজুহাত কাজে আসেনি। ড্রেসিং রুম থেকে স্থানীয় পুলিশ তাঁকে গ্রেফতার করে। খুব সম্ভবত নিষেধাজ্ঞার খড়গ নেমে আসতে পারে এই আর্জেন্টাইন ফুটবলাররে ওপর।