কুকদের খরচ দিতে পারছে না বিসিসিআই
পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য বাংলাদেশ থেকেই এর মধ্যেই ভারতে উড়ে গেছে ইংল্যান্ড। এক মাসের সফরে ইংল্যান্ড দলকে আতিথ্য দিতে নিশ্চয় কার্পণ্য করবে না বিসিসিআই। কিন্তু ইংল্যান্ড দলের কোনো খরচই ভারতের ক্রিকেট বোর্ড বহন করতে পারছে না। এর মধ্যে ইসিবির কাছে চিঠি পাঠিয়ে নিজেদের অপরাগতার কথাও জানিয়ে দিয়েছে বিসিসিআই।
কিন্তু বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড এই খরচটাও বইতে পারবে না কেন? সমস্যাটা আসলে আর্থিক নয়, আইনি জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে পারছে না। লোধা কমিশনের রায়ে কোনো ধরনের আর্থিক লেনদেন আপাতত করতে পারছে না বিসিসিআই। সেজন্যই বিসিসিআই মহাসচিব অজয় শিরকে ইসিবির মহাসচিব ফিল নিলের কাছে একটা চিঠি লিখেছেন, "প্রিয় ফিল, সামনের সফরে আপনাদের সবাইকে ভারতে স্বাগতম। কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, এই মুহূর্তে দুই দেশের চুক্তিটা বিসিসিআই বাস্তবায়ন করতে পারছে না। আদালতের রায়ের জন্য যে কোনো ধরনের রায়ের ওপর আমাদের একটা নিষেধাজ্ঞা আছে। সেজন্যই হোটেল, ভ্রমণ ও অন্যান্য ব্যবস্থা সবই আমরা দেখভাল করব। কিন্তু যতদিন পর্যন্ত চুক্তি না হচ্ছে, আমরা খরচ দেওয়া নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আপাতত আপনাদেরই সেই উদ্যোগ নিতে হবে। আমরা ভবিষ্যতে কীভাবে কী করব সেটা পরে জানিয়ে দেওয়া হবে। আমি সব ধরনের অসুবিধার জন্য বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাইছি।"
আইপিএলে ম্যাচ পাতানো সংক্রান্ত ঝামেলার জন্য লোধা কমিশন অনেক দিন ধরেই তদন্ত করছে। এরপরেই কোনো ধরনের আর্থিক লেনদেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। বিসিসিআই এর মধ্যে অবশ্য কমিশনের কাছে এই সিরিজের জন্য বিশেষ আবেদন করেছে। কিন্তু কমিশন জানিয়েছে, সেই আবেদনে বিসিসিআই লেনদেন বিষয়ে অনেক কিছুই স্পষ্ট করেনি। সেজন্য কমিশন এখনো চুক্তির ব্যাপারে সবুজ সংকেত দেয়নি।