• " />

     

    মনোবিদের শরণ নিলেন কুকরা

    মনোবিদের শরণ নিলেন কুকরা    

    ভারতের বিপক্ষে খেলা শেষ তিন টেস্ট সিরিজ জিতলেও এবারের সিরিজের আগে ভীষণ সতর্ক ইংল্যান্ড। বাংলাদেশে সদ্য খেলা সিরিজে প্রকটভাবে প্রকাশিত হয়েছে ইংল্যান্ডের স্পিন দুর্বলতা। ৯ নভেম্বর রাজকোটে অশ্বিন-জাদেজাদের মুখোমুখি হওয়ার আগে ইংলিশরা তাই সিদ্ধান্ত নিয়েছে মনোবিদের শরণ নেয়ার।

    ঢাকা টেস্টের ক্ষত এখনো শুকায়নি। ১৯ বছরের ‘বালক বীর’ মেহেদী হাসান মিরাজ একাই ধসিয়ে দিয়েছিলেন ইংলিশ ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস। ভারতে পাঁচ টেস্টের সিরিজের আগে তাই ইংলিশরা চেষ্টা করছে ফুসফুসে যথাসম্ভব তাজা হাওয়া ভরে নিতে। এজন্য টিম ম্যানেজমেন্ট ডেকে পাঠিয়েছে শীর্ষস্থানীয় পারফরম্যান্স মনোবিদ ডেভিড ইয়ংকে।

    পাঁচ টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির দীর্ঘ সফরে এখন ভারতে ইংল্যান্ড। বাংলাদেশের স্পিনারদের সাফল্য উৎসাহিত করেছে ভারতীয় স্পিনারদের। মেহেদী হাসান মিরাজের বোলিং দেখে ইতিমধ্যে টুইটারে উচ্ছাস প্রকাশ করেছেন রবিচন্দ্রণ অশ্বিন। সব দেখে শুনে ইংলিশ খেলোয়াড়রাই নাকি চাইছেন বিখ্যাত মনোবিদ ইয়ংয়ের শরণ নিতে।  

    ইসিবির মুখপাত্র বলেছেন,”দ্বিতীয় কিংবা তৃতীয় টেস্টে ইয়ং দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলের সঙ্গে সবসময় থাকেন না। খেলোয়াড়রা চাইলেই তাঁকে ডাকা হয়।”

    ভারতের মাটিতে সর্বশেষ ২০১২-১৩ সালে টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। সে সিরিজের প্রথম টেস্টে পরাজয়ের পরও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল অ্যালিস্টার কুকের দল।