• " />

     

    চোখ হারাতে হচ্ছে না ফন পার্সিকে

    চোখ হারাতে হচ্ছে না ফন পার্সিকে    

    আখিসারের বিপক্ষে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ফেনারবাচে স্ট্রাইকার রবিন ফন পার্সি। কিন্তু তারপরই ঘটলো এক ভয়ানক ঘটনা। বাঁ চোখে মারাত্মক চোট পেলেন তিনি। টিভি ক্যামেরায় দেখা গেছে ব্যান্ডেজ বাঁধা চোখ দিয়ে গল গল করে বেরিয়ে আসছে তাজা রক্ত। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল ৩৩ বছর বয়সী ডাচ স্ট্রাইকার চোখটাই হারিয়ে ফেলবেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর দল জানিয়েছে পার্সির চোটটি দেখে যেমন মনে হচ্ছিল, ততটা গুরুতর নয়।

    তুর্কি লিগের ম্যাচে রবিন ফন পার্সির গোলে আখিসারের বিপক্ষে এগিয়ে যায় ফেনারবাচে। শেষ পর্যন্ত জেতেও ৩-১ ব্যবধানে। কিন্তু খেলার ৩৭ মিনিটের মাথায় চোখে ভয়ানক এক চোট পান ফন পার্সি। ফেনারবাচের দলীয় চিকিৎসক ব্যাখ্যা করেছেন ডাচ স্ট্রাইকারের চোটটা, “ও চোখে আঘাত পেয়েছে। ওর চোখের পাতা ফেটে গেছে এবং রক্তপাত হয়েছে।” তবে তিনি আশ্বস্ত করেছেন তেমন কিছু হয়নি পার্সির, “পরীক্ষা করে দেখা গেছে গুরুতর কিছু ঘটেনি। ওর অবস্থা ভালোই আছে।”

     


    আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার রবিন ফন পার্সি গত বছরের জুলাইয়ে যোগ দিয়েছেন তুর্কি ক্লাব ফেনারবাচেতে।