• " />

     

    অধিনায়কত্ব ছাড়ছেন কুক?

    অধিনায়কত্ব ছাড়ছেন কুক?    

    অনেক দিন ধরেই ইংল্যান্ড দলের ওপর ছায়া হয়ে আছেন। গত ৪ বছরে অধিনায়ক হিসেবে অ্যালিস্টার কুকের রেকর্ডটা গর্ব করার মতোই। সামনেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে মুখোমুখি হবে তাঁর দল। সিরিজ শুরুর আগে কুক ছোটখাটো একটা বোমা ফাটালেন। এই সিরিজের পরেই নাকি ছেড়ে দিতে পারেন অধিনায়কত্ব!

     

    ২০১২ সালে টেস্ট দলের দায়িত্ব নেয়ার পরপরই এই ভারতের বিপক্ষেই ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলেন। এরপর গত ৪ বছরে তাঁর নেতৃত্বে ২৪ টি টেস্ট জিতেছে ইংল্যান্ড। এর মাঝে আছে ঘরের মাটিতে দুইটি অ্যাশেজ সিরিজ জয়। এতটা পথ পাড়ি দেয়ার পর এখন থামতে চাইছেন কুক, “আমি জানি না আর কতদিন এটা চালিয়ে যেতে পারবো। এটা হতে পারে দুই মাস, হতে পারে এক বছর!”

     

    ভারত সিরিজেই অধিনায়ক হিসাবে মাইকেল আথারটনের ৫৪ টেস্ট নেতৃত্ব দেয়ার রেকর্ড ভেঙ্গে ফেলবেন কুক। তবে অধিনায়ক না থাকলেও আরও অনেকদিন খেলাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে কুকের, “আমি ওই দিনের অপেক্ষা করছি। যদি অধিনায়কত্ব ছেড়েও দিই, তবুও আমি স্লিপে দাঁড়িয়ে উপভোগ করবো, পরামর্শও দেবো। যেই অধিনায়ক থাকুক না কেন তাকেই পরামর্শ দিতে চাই।”

     

    ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে সময়টা দারুণ কেটেছে বলেই স্মৃতির পাতা থেকে জানালেন কুক, “কিছু কঠিন সময় এসেছে, দারুণ মুহূর্তও ছিল কিছু। তবে অধিনায়ক হিসাবে আপনি সাফল্যটা অন্যদের চেয়ে একটু বেশি অনুভব করতে পারবেন।”

     

    সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন অবশ্য বলছেন কুকের উচিত হবে এই সিরিজের পরপরই অথবা সামনের অ্যাশেজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো, “সামনের ৬-৭ সপ্তাহ কুকের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়। সে রেকর্ড ভাঙছে, আরও ৪-৫ বছর চাইলেই খেলে যাওয়ার সামর্থ্য আছে তাঁর। সে নতুন অধিনায়কের জন্য ভালো একজন পরামর্শক হবে। নতুন অধিনায়ক যখন চাপে পড়বেন তখন কুক দারুণ ভূমিকা রাখতে পারবেন।”