• " />

     

    ভারতের কাছে ক্ষতিপূরণ চাইল পিসিবি!

    ভারতের কাছে ক্ষতিপূরণ চাইল পিসিবি!    

    বহু বছর ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজ। আইসিসির ইভেন্টগুলোতে মুখোমুখি হলেও ভারত-পাকিস্তান সিরিজ না হওয়ায় বরাবরই হতাশ পাকিস্তান ক্রিকেট  বোর্ড। ভারতের পক্ষ থেকে আশ্বাসও মিললেও প্রতিবারই শেষ মুহূর্তে সিরিজ বাতিল হয়ে গিয়েছে কোন না কোন কারণে। কিছুদিন আগে বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর বলেছিলেন, এখন থেকে আইসিসি ইভেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না ভারত! আর এতেই চটেছেন পিসিবির কর্মকর্তারা, ভারত এবং আইসিসির কাছে ক্ষতিপূরণের দাবিও তুলেছেন।

     

    ‘খেলো অথবা ক্ষতিপূরণ দাও’, পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবিটা একেবারেই সোজাসাপটা। পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি জানালেন এমনটাই, “আমরা এটা স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছি বিসিসিআই এবং আইসিসিকে, হয় ভারত আমাদের বিপক্ষে ম্যাচগুলো খেলবে অথবা তাদের ক্ষতিপূরণ দিতে হবে।”

     

    অনেকবার আশ্বাস দিয়েও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। এটার জন্যও ক্ষতিপূরণ চেয়েছেন নাজাম, “ভারত আমাদের সাথে সিরিজ খেলার প্রতিশ্রুতি দেওয়ার পরেও না আসার জন্য আমাদের অনেক আর্থিক ক্ষতি হয়েছে। আমরা এটার জন্যও আইসিসির কাছে ক্ষতিপূরণ দাবি করেছি।”

     

    আগামী আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানকে এক গ্রুপে না রাখার ব্যাপারে আইসিসিকে অনুরোধ করার কথা তোলার পর থেকে পাকিস্তানের সমালোচনার শিকার হচ্ছেন অনুরাগ ও বিসিসিআই। ২০১৪ সালে দুই দেশের মাঝে চুক্তি হয়েছিল এই মর্মে , ২০১৫-২০২৩ সালের মাঝে ৬ টি সিরিজ খেলবে দুই দেশ। তবে সাম্প্রতিক সময়ে কাশ্মীর সমস্যা ব্যাপারটিকে প্রায় অসম্ভবের দিকেই নিয়ে গিয়েছে।