ট্রাম্প-হিলারি নন, লিওনেল মেসি!
যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন হিলারি ক্লিনটন। আরও কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছিলেন এই নির্বাচনে। ট্রাম্প-হিলারি ছাড়াও অন্যরা ভোট পেয়েছেন কম বেশি। তবে প্রার্থী না হয়েও এই নির্বাচনে ভোট পেয়েছেন একজন ফুটবলার। তাঁর নাম কী জানেন? লিওনেল মেসি!
না ভুল পড়েননি। এতোদিন মেসি শুধু ব্যালন ডি অরেই ভোট পেয়েছিলেন। এবার এই বার্সা ফরোয়ার্ড ভোট পেলেন প্রেসিডেন্ট পদেও। গতকালের নির্বাচনে কে যেন মেসির নামটাই লিখে দিয়ে গেছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সামাজিক মাধ্যমগুলোতে মেসির নাম লেখা ব্যালট পেপারের ছবি ছড়িয়ে পরে। যদিও জানা যায়নি কোন রাজ্যের কে এই কাণ্ডটি ঘটিয়েছেন!
মার্কিন নির্বাচনের রীতি অনুযায়ী ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম লিখতে হয়। কিন্তু কোনো প্রার্থীকে পছন্দ না হলে ইচ্ছেমত অন্য একজনের নামও লেখা যায়। এই সুযোগেই মেসির নাম লিখে দিয়েছেন কেউ হয়ত।
হোয়াইট হাউজে মেসিকে দেখার আশা করা পাগলামি ছাড়া আর কিছুই নয়। তবুও এই ছবি দেখার পর অনেকের মনে প্রশ্ন, আমেরিকায় না হোক, আর্জেন্টিনায় কি অন্তত মেসি প্রেসিডেন্ট হবেন?