ফর্ম হারানোর কারণ চুল পড়ে যাওয়া!
ফর্ম হারানোর জন্য কত কারণই তো থাকতে পারে। শৃঙ্খলাগত কারণ থাকতে পারে, চোটের জন্যও হতে পারে। কিন্তু কখনো কি শুনেছেন, চুল হারানোর জন্য কারও ফর্ম পড়ে গেছে? ভারতের পেসার মোহিত শর্মার দাবিটা তেমন অদ্ভুতই।
একটা সময় ভারতের পেস বোলিংয়ের অন্যতম ভরসা ছিলেন মোহিত। গত বিশ্বকাপে ভারতের হয়ে ৮ ম্যাচে ১৩ উইকেট পেয়েছিলেন। কিন্তু এর পর থেকেই শুরু ফর্মের নিম্নগামী ধারা। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত অক্টোবরে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ওই ম্যাচে ৭ ওভারে দিয়েছিলেন ৮৪ রান। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দলে ছিলেন, কিন্তু কোনো ম্যাচে খেলা হয়নি।
মোহিত শর্মা এবার বলছেন, অন্য কিছু নয়, চুল কমে যাওয়ার কারণেই নাকি পারফরম্যান্সের এই অধোগতি, "আমার মনে হচ্ছি আমার মাথার চুল কমে যাচ্ছে। আত্মবিশ্বাসটাও বেশ বড় ধাক্কা খেয়েছিল, সেটা হয়তো আমার বোলিংয়ের ওপর প্রভাব ফেলেছে।' তবে এই মৌসুমে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছেন, রঞ্জি ট্রফিতে হরিয়ানার হয়ে প্রথম ৫ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। তবে আপাতত মোহিত চুল পড়া বন্ধ করার দিকেই মনযোগ দেওয়া উচিত। কে জানে, মাথাভর্তি চুল হলে আবার হয়তো ব্জাতীয় দলে ফিরতে পারবেন!