• " />

     

    টুইটের জন্য দেশে ফিরতে হলো ব্রাভোকে

    টুইটের জন্য দেশে ফিরতে হলো ব্রাভোকে    

    বোর্ডের সাথে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের দ্বন্দ্বটা অনেক পুরনো। বেতন-ভাতা, চুক্তি নবায়ন ইত্যাদি ইস্যুতে অনেক সময়েই দুই পক্ষের মাঝে মনোমালিন্য সৃষ্টি হয়েছে। এবার বোর্ড চেয়ারম্যানের বিরুদ্ধে টুইট করে দল থেকে বাদ পড়লেন ড্যারেন ব্রাভো। সিরিজ শুরু হওয়ার আগেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরতে হয়েছে তাঁকে।

     

    কিন্তু কী এমন বলেছিলেন ব্রাভো? কেন তাঁকে এই পরিস্থিতির মাঝে পড়তে হলো? ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড চেয়ারম্যান ডেভ ক্যামেরন স্পোর্টস ম্যাক্স টিভিকে এক সাক্ষাৎকারে ব্রাভোর চুক্তির ব্যাপারে বলেছিলেন, “যদি আপনার গড় একটি নির্দিষ্ট পর্যায়ে না যায় তাহলে এটা নিশ্চিত আপনি ওরকম চুক্তিই চাইছেন যেটা পাচ্ছেন। এটা খুবই নিশ্চিতভাবেই বলছি। শেষ দুই বছরে তাঁর গড় পড়ন্ত, তাহলে আপনি কী করবেন? খারাপ পারফরম্যান্সের জন্য উৎসাহিত করবেন?” এই সাক্ষাতকারের পরেই ব্রাভো টুইটে জবাব দেন, “আপনি তো গত ৪ বছর ধরে ব্যর্থ। আপনি তো পদত্যাগ করেননি। আরেকটা ব্যাপার জানাতে চাই, আমাকে কখনোই ‘এ গ্রেড’ চুক্তিভুক্ত করা হয়নি। ডেভ, আপনি একজন নির্বোধ।”

     

    ব্রাভোর এই বক্তব্যের পরেই তাঁকে দল থেকে বাদ দেয়ার ঘোষণা আসে বোর্ডের পক্ষ থেকে, “ অগ্রহণযোগ্য এবং অমার্জনীয় ব্যবহারের জন্য তাঁকে বদলি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিজেকে এবং বোর্ডকে বিব্রত করে এরকম কোন মন্তব্য প্রিন্ট মিডিয়া, টিভি, রেডিও এবং সামাজিক মাধ্যমগুলোতে দেয়া যাবে না বলেই সে চুক্তিবদ্ধ বোর্ডের সাথে।”

    এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই ঘটনার পর ব্রাভোর 'ম্যাচ- চুক্তি' বাতিল করেছে। বোর্ড পরিচালক রিচার্ড পাইবাস ব্রাভোকে সতর্ক করে বলেছেন, যদি সে এই টুইট না সরিয়ে ফেলে তাহলে তাঁর বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতে সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হওয়ার আহবানও জানিয়েছেন।

    কিছুদিন আগেই শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্রাভোর চেয়ে বেশি রান করেছিলেন শুধু ক্রেইগ ব্রাফেট। যদিও এর আগের ভারতের বিপক্ষে ব্রাভোর ফর্ম একেবারেই ভালো ছিল না, ৭ ইনিংসে করেছিলেন মাত্র ১৩৯ রান। দল থেকে আরও বাদ পড়েছেন স্পিনার সুনিল নারাইন, যদিও বোর্ড বলছে তিনি ব্যক্তিগত কাজেই দেশে ফিরে যাচ্ছেন। তাঁর জায়গায় খেলবেন দেবেন্দ্র বিশু।

     

    ব্রাভোর জায়গায় দলে নেয়া হয়েছে জেসন মোহাম্মেদকে। কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজ-এ দলের অধিনায়ক হিসেব শ্রীলংকা সফরে গিয়েছিলেন জেসন। সেখানে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। মিডল অর্ডারে নামা এই ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে খেলেছেন মাত্র ২ টি ওয়ানডে। আগামী ১৬ তারিখ হারারেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ।