• " />

     

    ভূমিকম্পের কবলে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ

    ভূমিকম্পের কবলে পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ    

    আগামী ১৭ নভেম্বর ক্রাইস্টচার্চে শুরু হওয়ার কথা নিউজিল্যান্ড-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। কিন্তু সিরিজ শুরুর মাত্র ৩ দিন আগেই ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে দেশটিতে। আর এতেই অনিশ্চয়তার মুখে পড়েছে সিরিজের প্রথম টেস্টটি।

    নেলসনে প্রস্তুতি ম্যাচ খেলার জন্য গিয়েছিল মিসবাহরা। ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান প্রমীলা দলও আছে ক্রাইস্টচার্চে। গতকাল রাতে ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। সাথে সাথেই নিরাপদ আশ্রয়ে চলে যান সবাই। দলের ম্যানেজার ওয়াসিম বাড়ি জানান সেই ভয়ানক মুহূর্তের কথা, “আমরা হোটেলের ৮ তলায় অবস্থান করছিলাম। ভূমিকম্পের সময় সবাই প্রচন্ড ভয় পেয়েছিল। হোটেলের কর্মকর্তারা আমাদের নিরাপদ স্থানে নিয়ে যান। সুনামি সতর্কতা বাতিল না হওয়া পর্যন্ত আমরা সেখানেই থাকব। সবাই ঘটনার পর মেয়েদেরকেও ফোন দিয়েছিল তারা ঠিক আছে কিনা জানতে চেয়ে।”

    এদিকে প্রথম টেস্টের জন্য নির্ধারিত স্টেডিয়ামসহ বাকিগুলো পর্যবেক্ষণের কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, “নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড স্টেডিয়ামগুলোর অবস্থা পর্যবেক্ষণ করে দায়িত্বরত কর্মকর্তাদের জানিয়ে দেবে। পাকিস্তান দল এবং তাদের বোর্ডকেও ব্যাপারগুলো নিয়মিত জানানো হবে।”

    ওই ভূমিকম্পের পর প্রায় শখানেক ছোট ছোট ঝাঁকুনি এসেছে। আবারো বড় আকারের ভূমিকম্পের আশংকাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এই অবস্থায় আজ নেলসন থেকে ক্রাইস্টচার্চে যাচ্ছে পাকিস্তান দল। হেগলি ওভালের ম্যাচটি আদৌ হতে পারবে কিনা তা সময়ই বলে দেবে।