ভুল পিটারসেনে পত্রিকার ক্ষমা!
সকালে ঘুম ভেঙে টুইটারে একটু ঢুঁ মারতেই কেভিন পিটারসেনের চক্ষু চড়কগাছ। ক্যারিয়ারে অনেক বিতর্কের সঙ্গেই জড়িয়েছেন, কিন্তু ম্যাচ পাতানোর কালিমা অন্তত গায়ে মাখতে হয়নি। কিন্তু তাই বলে তাঁর বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ, তাও আবার পত্রিকার পাতায় দুই কলাম ছবিজুড়ে! পিটারসেন বোধ হয় জীবনে এত বড় বিষম কমই খেয়েছেন!
কেলেঙ্কারিটা করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা ইংরেজি পত্রিকা। কদিন থেকেই দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান আলভিরো পিটারসেনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। পিটারসেন অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন। সেই খবরটাই ছাপা হয়েছিল ওই পত্রিকায়। "আমি ম্যাচ পাতাইনিঃ পিটারসেন"- এই শিরোনামে। কিন্তু ছবি দেওয়ার সময়ই গড়বড় হয়ে গেছে। আলভিরো পিটারসেনের জায়গায় ছাপা হয়ে গেছে কেভিন পিটারসেনের ছবি। এই বিশ্বায়নের যুগে সেটা কেপির চোখও এড়ায়নি।
পরে ইংলিশ ব্যাটসম্যান সেটা নিয়ে আবার টুইটও করেছেন, "আমি ঠিক নিশ্চিত নই, এই শিরোনামের সঙ্গে নিজের ছবি ছাপানোয় আমার ছবি তোলা উচিত হলো কি না। এটা কোন পত্রিকা?" সবাই অবশ্য টুইট করে পিটারসেনকে পত্রিকার নাম জানিয়ে দিয়েছে। পরে ওই পত্রিকা আবার কেপির কাছে ক্ষমাও চেয়েছে। কিন্তু যা হওয়ার সেটা তো হয়েই গেছে।