• " />

     

    দুই প্রান্তে একই আম্পায়ার!

    দুই প্রান্তে একই আম্পায়ার!    

    মাইসোরেতে মুম্বাই- উত্তর প্রদেশের রঞ্জি ট্রফির ম্যাচের দ্বিতীয় দিন। একটু খেয়াল করলেই বোঝা যাবে, কোথাও কিছু একটা গড়বড় হয়েছে। ওভার শেষে দুই আম্পায়ারের স্থানবদল করার কথা, কিন্তু স্কয়ার লেগের একজন ঠাঁয় দাঁড়িয়ে আছেন। কিন্তু প্রতি ওভার শেষে  ক্রিজের সামনে দাঁড়াতে হচ্ছে  আম্পায়ার ভিরেন্দর শর্মাকে। 

    এই অদ্ভুতুড়ে কাণ্ড ঘটার কারণ কী? জানা যায়, আরেক আম্পায়ার স্যাম নোগাস্কি প্রথম দিনের পর পেটের পীড়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন জানায়, “অস্ট্রেলিয়ান ওই আম্পায়ারকে সকালেই স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানিশূন্যতার কারণে তাঁর শরীরের অবস্থা খুব একটা ভালো নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। আমরা ভেবেছিলাম তিনি লাঞ্চের আগেই ফিরে আসবেন মাঠে, কিন্তু চিকিৎসকরা তাঁকে পূর্ণ বিশ্রাম নিতে বলেছে। তিনি আর এই ম্যাচে দায়িত্ব পালন করতে পারবেন না।”

     
     

    সাধারণত কোনো আম্পায়ার মাঠে অসুস্থ হয়ে গেলে বিকল্প একজনকে নামান হয়। তবে এই ম্যাচের বিকল্প আম্পায়ার ভেজিথ ডি বিসিসিআই প্যানেলের সদস্য নন, তাই তিনি দায়িত্ব পালন করতে পারছিলেন না। ম্যাচ রেফারি বোর্ডের সাথে আলোচনা করে পি জাইপ্লাকে বাকি দুই দিনের জন্য আম্পায়ার হিসাবে দায়িত্ব পালনের জন্য অনুমতি দিয়েছেন

    কিন্তু ভারতের ঘরোয়া প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ান আম্পায়ার কেন? বিসিসিআইয়ের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আম্পায়ার বিনিময়ের একটা চুক্তি হিসেবেই ভারতে এসেছিলেন নোগাস্কি। তবে ভারতে অস্ট্রেলিয়ান আম্পায়ারদের "দুর্ভাগ্য" এটাই প্রথম নয়। গত বছর একটা শট এসে মাথায় লাগায় আম্পয়ার জন ওয়ার্ডকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। নোগাস্কি এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া বিভাগে ম্যাচ পরিচালনা করেছেন, কিন্তু রঞ্জি ট্রফিতে এবারই প্রথম এসেছিলেন।