• " />

     

    দুই বছর আগের কথা রাখলেন শচীন

    দুই বছর আগের কথা রাখলেন শচীন    

    একবার কল্পনা করুন তো, শচীন টেন্ডুলকার আপনার বাড়িতে বসে চা খাচ্ছেন! আপনার অনুভূতিটা কেমন হবে? নিশ্চিতভাবেই সপ্তম স্বর্গে পৌঁছে যাবেন! ঠিক এমনটাই হয়েছে ভারতের অন্ধ্র প্রদেশের মহেশের সাথে। গতকাল তাঁর বাড়িতে গিয়ে ছবিও তুলেছেন মাস্টার ব্লাস্টার।

     

    কিন্তু এত বাড়ি থাকতে মহেশের বাড়িতেই কেন গেলেন? উত্তরটা পেতে যেতে হবে দুই বছর পেছনে। অন্ধ্র প্রদেশ থেকে প্রায় ১০০ কিলোমিটার দুরের গ্রাম পুত্তামরাজু কান্দ্রিকাতে গিয়েছিলেন শচীন। ‘সানসাদ আদর্শ গ্রাম পরিকল্পনার’ অধীনে পুরো গ্রামকে ‘দত্তক’ নেয়ার জন্য সেখানকার অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তিনি। ওই সময় মহেশের বাড়ির দুরাবস্থা দেখে শচীন তাঁকে বলেছিলেন, “যদি তুমি এটাকে পরিষ্কার রাখ তাহলে আমি পরেরবার তোমার বাসায় এসে চা খেয়ে যাব।” গত দুই বছরে মহেশের বাড়ির অবস্থা ভালোই উন্নতি হয়েছে। তাই এবার সত্যি সত্যি তাঁর বাড়িতে গিয়ে চা খেয়েছেন, সদ্য বিবাহিত মহেশের পরিবারের সাথে ছবিও তুলেছেন।

     
     

    এই ঘটনায় মহেশের মা বিজয়লক্ষ্মী যারপরনাই খুশি। পরেরবার শচিনের স্ত্রীকেও আমন্ত্রণ জানিয়েছেন, “পরেরবার আমি চাই শচীন তাঁর স্ত্রীকে নিয়ে আমাদের বাড়িতে আসুক।” শচীনও মহেশের বাড়ির অবস্থা দেখে সন্তুষ্ট, “গতবার যখন এসেছিলাম, আমি মহেশকে ওয়াদা করেছিলাম পরেরবার এসে তাঁর বাড়িতে চা খাব। ব্যাপারটা খুবই সন্তোষদায়ক ছিল। আমি মহেশের বাবা-মাকে ধন্যবাদ দিতে চাই আমাকে দারুণ এই অনুভূতি  দেয়ার জন্য।”

     

    কিছুদিন আগেই বেঙ্গালুরুতে চাকরি পেয়েছেন মহেশ। গ্রামের অন্যদেরও মহেশের মতো হওয়ার আহবান জানান শচীন, “যেমনটা মহেশ বলেছে আমাকে, গ্রামের সব ছেলের উচিত সন্ধ্যায় ধূমপান, মদ্যপান না করে পরিবারকে সময় দেয়া।”