টানা ছয় জয়ে শীর্ষে চেলসি
দারুণ শুরুর পর একটু পথ হারিয়ে ফেলা। কিন্তু আবার দারুণ গতিতে ছুটছে চেলসি, আজও মিডলসবরোকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা ছয় জয় পেল চেলসি। আন্তোনিও কন্তের দল উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষেও।
গত মৌসুমের স্মৃতিটা এর মধ্যেই অনেকটা ভুলিয়ে দিয়েছেন আন্তোনিও কন্তে। গত বার শিরোপা লড়াই দূরে থাক, শীর্ষ দশে থাকতেই প্রাণপাত হয়েছিল চেলসির, গত নভেম্বরে ঠিক এই সময় চেলসি পড়ে ছিল পয়েন্ট তালিকার চৌদ্দতে। আর গত বারের চ্যাম্পিয়ন লেস্টার সিটি এখন পড়ে আছে পনেরতে। তার চেয়েও বড় কথা, সর্বশেষ ছয় ম্যাচে কোনো গোল খায়নি চেলসি, গোল পেয়েছে ১৭টি। ৩-৪-৩ ফর্মেশনে যেন দলের খোলনলচেই পালটে দিয়েছেন কন্তে।
ডিয়েগো কস্তাও যেন এক মৌসুমের হতাশা শেষে নিজেকে নতুন করে ফিরে পাচ্ছেন। এই মৌসুমে এখন পর্যন্ত ১০ গোল করে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল এই স্ট্রাইকারের। আজও কস্তার ঘাড়েই সওয়ার চেলসি, ৪১ মিনিটে কর্নার থেকে গোল করে চেলসিকে এনে দিয়েছেন উদযাপনের উপলক্ষ।
ম্যাচের শুরুতে অবশ্য দুই দলই সুযোগ পেয়েছিল। কিন্তু ভিক্টর মোসেস ও আলভারো নেগ্রেদোর কেউই সুযোগ কাজে লাগাতে পারেননি। কিন্তু এরপরেই চেলসি ম্যাচে ফেরে, ভিক্টর ভালদেস দুর্দান্ত সেভ না করলে এগিয়ে যেতে পারত প্রথমার্ধেই। ৬৩ মিনিটে পেদ্রোর শট বারে লেগে ফিরে না এলে ব্যবধানটা বাড়াতে পারত চেলসি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে ব্লুরা।