আইসিসির মেইলের জবাব দেয়নি বিসিসিআই!
গত আগস্টে পাকিস্তানের মেয়েদের সঙ্গে সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু পরবর্তীতে সেটা পরিত্যক্ত হওয়ায় পাকিস্তানকে ওই সিরিজের পূর্ণ ছয় পয়েন্ট দিয়েছে আইসিসি। এই সিদ্ধান্ত নিয়ে গতকাল থেকে তুমুল আলোচনা সমালোচনা চলছে ক্রিকেট জগতে। এবার জানা গেলো, এই সিরিজ নিয়ে আইসিসির দেয়া মেইলের কোন জবাবই নাকি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড!
১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সিরিজটি হওয়ার কথা থাকলেও শেষমেশ আর আলোর মুখ দেখেনি। আইসিসির বিশ্বস্ত এক সূত্র জানায়, বিসিসিআইকে নাকি বহুবার বার্তা পাঠিয়েছিল আইসিসি, “বিসিসিআই ওই সিরিজ বাতিলের ব্যাপারে সুনির্দিষ্ট কোন কারণ দর্শাতে পারেনি, যেখানে ভারত অন্যান্য আন্তর্জাতিক ইভেন্টগুলোতে পাকিস্তানের বিপক্ষে খেলছে।”
আইসিসির নিয়ম অনুযায়ী কোন সিরিজ বাতিল করতে হলে আগে থেকেই নির্দিষ্ট কারণসহ জানাতে হবে। বিসিসিআই যদি সময়মত লিখিত আবেদন করত তাহলে হয়তো এরকম পয়েন্ট দেয়া হতো না পাকিস্তানকে। দুই দলের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে সিরিজটি বাতিল হওয়ায় পাকিস্তানকে সবগুলো ম্যাচে জয়ী ঘোষণা করেছে আইসিসি। শুধু তাই নয়, ওই তিন ম্যাচে ভারতের রান শূন্য হিসেব করে রানরেটও হিসেব করা হয়েছে।
আইসিসির নিয়ম না মানায় পয়েন্ট কাটা যাওয়ায় ঘটনা কিন্তু নতুন নয়। ১৯৯৬ বিশ্বকাপের সময় শ্রীলংকাতে খেলতে না যাওয়ায় অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কাটা হয়েছিল। ২০০৩ বিশকাপেও জিম্বাবুয়ে ও কেনিয়াতে খেলতে না গিয়ে পয়েন্ট হারিয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।