তবুও পরের ম্যাচে মাঠে নামবে শ্যাপোকোইন্সে!
ফাঁকা স্টেডিয়ামে বসে থাকা শ্যাপোকোইন্স ভক্ত সেই বালকটির ছবি হয়তো অনেকেই দেখেছেন। বিমান দুর্ঘটনায় নিহত ক্লাবটির ভক্ত-অনুরাগীদের মনের অবস্থাটা ওই বালকের মতো একেবারেই ভালো নেই। তাঁদের শোকে যোগ দিয়েছে পুরো বিশ্বের ক্লাবগুলো। ক্লাবের মাত্র কয়েকজন ফুটবলার বেঁচে আছেন সর্বসাকুল্যে। এরকম অবস্থায় নিজেদের লিগের ভবিষ্যৎ নিয়েও চরম অনিশ্চয়তায় ভুগছিলেন সবাই। তবে ব্রাজিলের ফুটবল এ্যাসোসিয়েশনের প্রধান মার্কো পোলো ক্লাবটির কর্মকর্তাদের অনুরোধ করেছেন, তাঁদের দল যেন পরবর্তী ম্যাচে খেলতে নামে! ওই ম্যাচটি নিহত ফুটবলারদের স্মরণেই আয়োজন করতে চাচ্ছে তাঁরা।
ক্লাবটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ইভান টোজ্যকে সাময়িকভাবে ক্লাবের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। তাঁর কাছেই এই অনুরোধটা জানিয়েছেন মার্কো। কিন্তু কীভাবে? মাঠে নামানোর জন্য তো ১১ জনের দল প্রয়োজন! সেটাই তো নেই শ্যাপোকোইন্সের। কিন্তু টোজ্যকে অন্য একটি উপায়ও বাতলে দিয়েছেন মার্কো, “আমি মার্কোর সাথে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন আগামী ১১ ডিসেম্বরের ম্যাচটা খেলতে। আমি তাঁকে বললাম, আমাদের তো ১১ জন ফুটবলারই নেই! তিনি এরপর আমাকে বললেন, “তোমাদের তো অনূর্ধ্ব-২০ দল আছে। ওদেরকে মাঠে নামাও। ফলাফল কী হবে এটা কোন ব্যাপার না। আমরা অনেক বড় একটা অনুষ্ঠান করতে চাই সেদিন। এটা তোমাদের প্রাপ্য, এটা ব্রাজিলের প্রাপ্য।”
এর আগে ব্রাজিলের অন্যান্য ফুটবল ক্লাবগুলো শ্যাপোকোইন্সেকে তাঁদের খেলোয়াড় ধার দেয়ার ব্যাপারে আহ্বান জানিয়েছিল। কলম্বিয়ার অ্যাটলেটিকো ন্যাশিওনাল-ও শ্যাপোকোইন্সেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করার অনুরোধ করেছে। আগামী ১১ তারিখ ঘরোয়া লিগে অ্যাটলেটিকো মিনেরিওর মুখোমুখি হওয়ার কথা শ্যাপোকোইন্সের।