কোচিং ছাড়ছেন ফন গাল
ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন। গত বছর নতুন করে আর কোনো দলের দায়িত্ব নেওয়ার কথাও শোনা যায়নি। সবাই হয়তো ভেবেছিলেন, কিছুদিন বিরতি নিয়ে আবার ডাগআউটে ফিরবেন লুইস ফন গাল। কিন্তু সেটা আর হয়নি। উল্টো গতকাল জানিয়েছেন, এবার কোচিংকে বিদায় জানাতে চান তিনি।
কিন্তু হুট করেই এমন সিদ্ধান্ত কেন নিলেন? ফন গাল ডাচ পত্রিকা 'দা টেলেগ্রাফ'কে জানিয়েছেন, পারিবারিক কারণেই এমনটা করতে বাধ্য হয়েছেন, “আমার মনে হয় এবার থেমে যাওয়া উচিত। আর কোচিংয়ে ফেরত আসছি না আমি। গত কয়েক মাসে আমার পরিবারে অনেক কিছুই ঘটে গিয়েছে। মানসিকভাবে ভেঙ্গে পড়েছি আমি। এখন সবকিছু থেকেই দূরে থাকতে চাই।”
এত দ্রুত অবসরের ইচ্ছে কিন্তু মোটেও ছিল না ফন গালের। আগামী বিশ্বকাপের পরেই পুরোপুরি বিশ্রামে যেতে চেয়েছিলেন। কিন্তু গত মাসে মেয়ে জামাই রেইনের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। সেই শোক থেকে এখনো বের হতে পারেননি, কবে স্বাভাবিক হবেন সেটাও জানেন না, “আমি চীনে কোচিং করানোর প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু সেখানে যাইনি। কাজটা চালিয়ে যাওয়া মনে হয় আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। এজন্যই কোচিংকে বিদায় বলছি।”
এরই সাথে শেষ হয়ে গেলো বর্ণাঢ্য এক কোচিং ক্যারিয়ারের। ২৬ বছর আগে আয়াক্সের দায়িত্ব নেওয়া ফন গালকে সর্বশেষ ইউনাইটেড ডাগআউটে দেখা গিয়েছে। ৬৫ বছর বয়সী ফন গাল তাঁর দীর্ঘ ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন আয়াক্স, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড ও নেদারল্যান্ডস জাতীয় দলের। জিতেছেন ৫৩৬ টি ম্যাচ, আছে সাতটি লিগ শিরোপা, ৪ টি ঘরোয়া শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ ৪ টি ইউরোপিয়ান ট্রফি।