• " />

     

    'মেসি-রোনালদোকে ছাপিয়ে যাবেন নেইমার'

    'মেসি-রোনালদোকে ছাপিয়ে যাবেন নেইমার'    

    পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সর্বশেষ বিশ্বকাপটা জিতেছিলো তাঁর অধীনেই। ৩৫ বছরের ক্যারিয়ারে ২৪টি শিরোপা জেতা ব্রাজিলিয়ান কোচ লুইস ফেলিপে স্কোলারি বর্তমানে দায়িত্ব পালন করছেন চীনের একটি ক্লাবের ডাগআউটে। তবে দেশ থেকে বহুদূরে থাকলেও দেশের ফুটবল অনুসরণ করেন পুরোপুরিই। তিতের অধীনে ব্রাজিলের বর্তমান নবীন দলটার সোনালি অতীতে ফিরে যাওয়ার চেষ্টায় মুগ্ধই স্কোলারি। সেই সাথে তিনি এ-ও বিশ্বাস করেন, এই ব্রাজিলের সবচেয়ে বড় বিজ্ঞাপন নেইমার একদিন মেসি-রোনালদোদের ছাপিয়ে বিশ্বসেরা ফুটবলার হয়ে উঠবেন।

     

    “এই মুহুর্তে রোনালদো আর মেসির মধ্যে বিশ্বসেরার লড়াইটা বেশ হাড্ডাহাড্ডিই হচ্ছে। তবে আর দুই বছর পরই আমি নেইমারকে তাঁদের সাথে এক কাতারে রাখতে চাইবো। সত্যি বলতে সে আসলে এখনই দু’জনের একজনকে ছাপিয়ে যাওয়া শুরু করে দিয়েছে। আমি পর্যন্ত যত খেলোয়াড়ের সাথে কাজ করেছি তাঁদের মধ্যে সে অবশ্যই অন্যতম সেরা।”

     

    এই মুহূর্তে রোনালদোকেই বিশ্বসেরা মানেন স্কোলারি, “সে সেরা কারণ সে নিজেকে সেরা হিসেবে তৈরি করে নিয়েছে। তাঁকে এটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। সেরা হওয়ার জন্য সে যেভাবে নিজেকে উজাড় করে দেয় সেটা করার চেষ্টা আমি আর কারো মধ্যে দেখি না, এমনকি মেসির মধ্যেও না।”