• " />

     

    হায়দ্রাবাদ রঞ্জি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

    হায়দ্রাবাদ রঞ্জি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ    

    বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। অনেক জলঘোলা করার পর পূর্বনির্ধারিত তারিখ থেকে একদিন পিছিয়ে ৯ ফেব্রুয়ারি হায়দ্রাবাদে হতে যাচ্ছে সিরিজের একমাত্র টেস্ট। এবার হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, টেস্ট শুরুর আগে হায়দ্রাবাদ রঞ্জি দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।

     

    বিসিসিআইয়ের সবুজ সংকেত পাওয়ার সাথে সাথেই প্রস্তুতি ম্যাচের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জন মনোজ, “বাংলাদেশ এখন নিউজিল্যান্ডে আছে। তারাও প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী। আমরা বিসিসিআইয়ের সাথে সবকিছু চূড়ান্ত করে খুব দ্রুতই ম্যাচের সময় নির্ধারণ করব।”

     

     

    সম্প্রতি ঢাকায় এসে বিসিবির সাথে বৈঠক করা হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মান সিংয়ের মতে, প্রস্তুতি ম্যাচটা স্থানীয় রঞ্জি দলের বিপক্ষেই হতে পারে,“আশা করছি হায়দ্রাবাদের রঞ্জি দলের সাথেই ম্যাচটা খেলবে বাংলাদেশ। রঞ্জি দলের সদস্যদের জন্য এটা দারুণ এক অভিজ্ঞতা হবে। জাতীয় পর্যায়ের ক্রিকেটারদের বিপক্ষে তো সচরাচর খেলার সুযোগ পায় না তাঁরা।” 

    ২০০০ সালে টেস্ট অঙ্গনে পা রাখার পর এই প্রথমবার ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। যদিও এই সফরে শুধুমাত্র একটি টেস্টই খেলবে তাঁরা।