• " />

     

    খেলা থামিয়ে ম্যানেকিন চ্যালেঞ্জ!

    খেলা থামিয়ে ম্যানেকিন চ্যালেঞ্জ!    

    ক্রিকেটার কিংবা ফুটবলার, তারকা কিংবা সাধারণ মানুষ; কয়েকমাস আগে ম্যানেকিন চ্যালেঞ্জে বুঁদ হয়ে ছিল পুরো বিশ্ব। তবে এই উন্মাদনায় খানিকটা ভাটা পড়েছে ইদানিং। কোরিয়ান বাস্কেটবল লিগের খেলোয়াড়রা অবশ্য এখনো ব্যাপারটিতে দারুণ মজে আছেন বলেই মনে হচ্ছে। মজাটা এতদূর পর্যন্ত গিয়েছে যে, খেলা থামিয়ে ম্যানেকিন চ্যালেঞ্জ করেছেন তাঁরা!

     

    কোরিয়ান বাস্কেটবল লিগের সিনিয়র-জুনিয়র ‘অল স্টার’ ম্যাচের দ্বিতীয়ার্ধে জুনিয়র দলের একজন বাস্কেটের দিকে বল ছোঁড়েন। বল জালে না ঢুঁকে ফিরে আসার পর একটা সাইরেনের আওয়াজ শোনা যায়। সাথে সাথেই যার যার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে যান সব খেলোয়াড়। দর্শকরাও বুঝে গিয়েছিলেন, তাঁরা ম্যানেকিন চ্যালেঞ্জ শুরু করেছেন। কয়েক সেকেন্ড 'স্ট্যাচু' হয়ে থাকার পর আবারো একই আওয়াজ শোনা যায়, এরপর পুনরায় খেলা শুরু করে দুই দল।

     


    মজার ব্যাপার হচ্ছে, শুধু খেলোয়াড়রাই নন, সাইডলাইনে থাকা দলের কোচ, বদলি খেলোয়াড়, এমনকি রেফারিও অংশ নিয়েছেন এতে! ম্যাচটি শেষ পর্যন্ত ১৫০-১২৬ পয়েন্টে জিতেছে সিনিয়ররা।