অলিম্পিকের সোনা হারালেন বোল্ট!
অলিম্পিকে জেতা নয় সোনার একটি ফেরত দিতে হচ্ছে উসাইন বোল্টকে! তবে নিজের দোষে নয়। দলের আরেক খেলোয়াড় নেস্তা কার্টারের বিরুদ্ধে নিষিদ্ধ উত্তেজক পদার্থ সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিজের নিয়তিটা মেনে নিতে হচ্ছে এই জ্যামাইকানকে।
২০০৮ সালে বেইজিং অলিম্পিকে নেস্তা কার্টারের সাথে একই দলে ৪x১০০ মিটার রিলেতে সোনা জেতেন বোল্ট। আট বছর আগে ওই প্রতিযোগিতায় প্রথম ১০০ মিটার দৌড়েছিলেন কার্টার। ৩৭.১০ সেকেন্ডে দৌড় শেষ করে বোল্ট, কার্টার, মাইকেল ফ্রাটার, আসাফা পাওয়েলদের নিয়ে গড়া দল রেকর্ড গড়ে সোনা জিতেছিল জ্যামাইকার হয়ে।
গত গ্রীষ্মেই অবশ্য জানা গিয়েছিলেন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির পুনরায় করা ৪৫৪ জন অ্যাথলেটের নমূনা পরীক্ষার মধ্যে রয়েছেন নেস্তা কার্টারও। নতুন উদ্ভাবিত বৈজ্ঞানিক পদ্ধতিতে করা পরীক্ষায় এবার ব্যর্থ হলেন তিনি। তার নমুনায় পাওয়া গিয়েছে নিষিদ্ধ মিথাইলহেক্সেনঅ্যামিন।
২০০৮, ২০১২, ২০১৬ অলিম্পিকে বোল্টের শতভাগ সোনা জয়ের রেকর্ডটাও তাই হাতছাড়া হল। তিন অলিম্পিকেই ১০০ মিটার, ২০০ মিটার আর ৪x১০০ মিটার রিলেতে 'ট্রিপল-ট্রিপল' সোনা জয়ের দাবিটা এখন থেকে আর করতে পারবেন না ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সর্বকালের সেরা অ্যাথলেট।