ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিলেন রাহুল দ্রাবিড়!
বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়াটা মোটামুটি রেওয়াজে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্রীড়াব্যক্তিত্ব, নামীদামী বিশ্ববিদ্যালয়গুলো হরহামেশাই তাঁদের সম্মাননা প্রদান করে থাকে। তবে এবার রাহুল দ্রাবিড় যা করলেন, সেটায় একটু অবাকই হতে হয়। তিনি ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের দেওয়া ‘সম্মাননাসূচক ডক্টরেট ডিগ্রি’ ফিরিয়ে দিয়েছেন! একই সাথে রাহুল এটাও বলেছেন, নিজে গবেষণা করেই নামের পাশে ‘ডক্টর’ উপাধি বসাতে চান।
গত পরশু রাহুলকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয়টির কমিটি। তবে এটাকে ফিরিয়ে দেওয়ায় কিছুটা হতাশ হলেও রাহুলের সিদ্ধান্তকে সম্মানের সাথে দেখছেন ভাইস চ্যান্সেলর থিমে গৌদা, “তিনি খুব বিনয়ের সাথে আমাদের প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছেন। তিনি প্রাতিষ্ঠানিক কোনো বিষয়ে গবেষণা করেই এটা অর্জন করতে চান। আমরা তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানাই।”
আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া ব্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ৫২ তম সমাবর্তন অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়ার কথা ছিল। ২০১৪ সালে কর্ণাটকের গুলবার্গ বিশ্ববিদ্যালয় তাঁকে ডক্টরেট ডিগ্রি দেওয়ার কথা বলেছিল। সেবারও তাঁদের সমাবর্তন অনুষ্ঠানে যাননি ‘দা ওয়াল’।