'ছেলেদের খেলায় মেয়েদের কী?'
পুরুষদের ফুটবল ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করতে এসে অশালীন মন্তব্যের শিকার হয়েছেন এক নারী অফিশিয়াল। স্পেনের আন্দালুসিয়ার দুটি ক্লাবের মধ্যকার একটি অপেশাদার ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে। ওই ম্যাচের প্রতিবেদনে প্রধান রেফারি বিষয়টি উল্লেখ করেন।
প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র নারী হওয়ায় কারণে ওই অফিশিয়ালকে অশ্রাব্য সব যৌন ইঙ্গিতপূর্ণ কটুক্তি হজম করতে হয়েছে। এছাড়াও ‘মেয়েরা কোনো কাজের না’, ‘বাড়ি যাও, ছেলেদের খেলা থেকে দূরে থাকো’ এমন সব অপমানজনক মন্তব্যও উড়ে আসে গ্যালারি থেকে।
রেফারির অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে আন্দালুসিয়ান রেফারিং কমিশন। এছাড়া ভবিষ্যতে এমন কিছু ঘটলে ম্যাচ বন্ধ করে দিতেও অধীনস্থ রেফারিদের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে কমিশন জানায়, “এ ধরণের মন্তব্য আর মুখ বুজে সহ্য করা হবে না।”
এদিকে যাদের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, সেই ক্লাবের তরফে দেয়া টুইটার বার্তায় এমন কোনো কটূক্তির কথা অস্বীকার করা হয়েছে। দর্শকরা ‘স্বাভাবিক’ চিৎকার করছিলেন জানিয়ে ক্লাব কর্তৃপক্ষের দাবী, রেফারি তাঁর প্রতিবেদনে বিষয়টি অতিরঞ্জিত করে প্রকাশ করেছেন।