খুলনার কোচ স্টুয়ার্ট ল' এখন ওয়েস্ট ইন্ডিজে
ফিল সিমন্সের বিদায়ের পর গত সেপ্টেম্বর থেকেই পদটা খালি ছিল। কে হবেন ওয়েস্ট ইন্ডিজের পরবর্তী কোচ, এ নিয়ে কম আলোচনা হয়নি। শেষ পর্যন্ত সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার স্টুয়ার্ট ল’য়ের কাঁধেই বর্তাচ্ছে দায়িত্বটা। দুই বছরের জন্য তাঁর সাথে চুক্তি করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
২০১১ থেকে দুই বছরের জন্য বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করা ল’ নতুন এই চুক্তিকে নিজের কোচিং ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ মানছেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। দলের সাথে সামনের দিনগুলো ভালো কাটবে বলেই আশা করছি।”
বেনেট কিং, জন ডসনের পর তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ক্যারিবিয়ানদের কোচ হচ্ছেন ল’। বিপিএলে খুলনা টাইটানসের দায়িত্ব পালনের সময় থেকেই তাঁর ওপর নজর ছিল ওয়েস্ট ইন্ডিজ বোর্ড প্রধান ডেভ ক্যামেরনের। আগামী মাসের ১৫ তারিখ থেকে দলের সাথে কাজ শুরু করবেন ল'।