• " />

     

    ট্রাম্পের সিদ্ধান্তে ঘরে ফিরতে পারছেন না মো ফারাহ!

    ট্রাম্পের সিদ্ধান্তে ঘরে ফিরতে পারছেন না মো ফারাহ!    

    ‘মোবট’ উদযাপন দিয়ে জয় করে নিয়েছেন সবার হৃদয়। পাঁচ ও দশ হাজার মিটারে অলিম্পিকে ‘ডাবল-ডাবল’ জয়ী মো ফারাহ নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। তবে এবার হয়তো নিজের ঘরেই ফিরতে পারবেন না তিনি! যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত সিদ্ধান্তের জন্যই এরকমটা হচ্ছে।

     

    কিছুদিন আগে শপথ গ্রহণ করা ট্রাম্প তিনদিন আগে নতুন একটি অধ্যাদেশ জারি করেছেন। সেখানে বলা হয়েছে, আগামী ৯০ দিন ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সোমালিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। পরবর্তীতে এই সময়টা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। এই নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন সোমালিয়ান বংশোদ্ভুত ফারাহও। তাঁর পরিবার বর্তমানে যুক্তরাষ্ট্রের অরেগনে বসবাস করছে, অন্যদিকে ইথিওপিয়াতে অনুশীলনে ব্যস্ত ফারাহ। ট্রাম্পের ওই সিদ্ধান্তের ফলে নিজের পরিবারের কাছে ফিরে আসা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

     


    যদিও প্রথমে সবাই ভেবেছিলেন, ব্রিটিশ পাসপোর্ট থাকায় এই ঝামেলাতে পড়বেন না ফারাহ। তবে গতকাল রাতে যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, দ্বৈত নাগরিকত্ব থাকলেও একই সমস্যায় পড়তে হবে। ফারাহ নিজের জন্মভূমি সোমালিয়ার নাগরিকত্ব এখনো ত্যাগ করেছেন কিনা সেই বিষয়টা নিশ্চিত না। এজন্যই ঘরে না ফেরার শঙ্কাটা আরও ঘনীভূত হয়েছে।