• " />

     

    প্রীতি ম্যাচেও ছয় লাল কার্ড!

    প্রীতি ম্যাচেও ছয় লাল কার্ড!    

    হোক না ঐতিহ্যবাহী দ্বৈরথ, সামান্য প্রীতি ম্যাচই তো। পয়েন্টের হিসেবনিকেশ নেই, শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার বা পিছিয়ে পড়ার চিন্তাও নেই। কাগজে-কলমে সৌহার্দ্য বৃদ্ধির জন্য আয়োজিত ফুটবল ম্যাচই কিনা মাঠের খেলায় হয়ে উঠলো রণক্ষেত্র! নিয়ম ভেঙে আর সংঘাতে জড়িয়ে লাল কার্ড দেখলেন মোট ৬ জন, যাদের মধ্যে রয়েছেন ৩ জন কোচও। আর্জেন্টিনার দুই ‘রাইভাল’ ক্লাব বোকা জুনিয়র্স আর রিভার প্লেটের মধ্যকার এক বার্ষিক প্রীতি ম্যাচে ঘটেছে এমন কান্ড।

     

     

    ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষভাগে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন বোকার কোচ গিলার্মো বারোস। মাঝের বিরতির পর দুই দলই মাঠে ঢুকতে নির্ধারিত ১৫ মিনিটের চেয়ে বেশী সময় নিলে লাল কার্ড দেখতে হয় বোকার সহকারী কোচ গুস্তাভো ও রিভার কোচ মার্সেলোকেও।

     

    এরপর খেলার ৮১ মিনিটের মাথায় রিভারের একজন খেলোয়াড়ের ‘ফাউল’-এর শিকার হওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের বেশ ক’জন খেলোয়াড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত রিভারের একজন ও বোকার দু’জন খেলোয়াড়কে মাঠ থেকে বহিষ্কার করেন রেফারি।

     

    ম্যাচটি ২-০ গোলে জিতে লিগ ম্যাচে বোকার কাছে ৪-২ ব্যবধানে হারের প্রতিশোধ নেয় রিভার প্লেট। তবে লিগের প্রথম পর্ব শেষে ১৪ ম্যাচ থেকে ৩১ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বোকা জুনিয়র্স। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্ট নিয়ে রিভারের অবস্থান ৭ম।