• " />

     

    টি-টোয়েন্টির 'ফেরিওয়ালা' হতে চান আফ্রিদি

    টি-টোয়েন্টির 'ফেরিওয়ালা' হতে চান আফ্রিদি    

    ব্যাট-প্যাড তুলে রাখার ঘোষণা দিয়েও এর আগে ফিরে এসেছিলেন একাধিকবার। টেস্টের পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন গত বিশ্বকাপের পর। গত বছরের টি- টোয়েন্টি বিশ্বকাপ খেলে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলবেন- আভাস দিয়েছিলেন এমনটাও। শেষ পর্যন্ত অধিনায়কত্ব ছেড়ে দিলেও জাতীয় দলে থাকতে চেয়েছিলেন আরও কিছুদিন। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ আর বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর দলে আর জায়গা পান নি। অবশেষে শহীদ আফ্রিদি পরোক্ষভাবে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত দিয়ে বলছেন, এখন থেকে বিশ্বব্যাপী ঘরোয়া ক্রিকেট লিগগুলোই খেলে যেতে চান।

     

    পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় পাকিস্তানের সাবেক অধিনায়ক ক্যারিয়ার নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন, “আসলে যত ধরণের ক্রিকেট আমি খেলতে চেয়েছি সবই খেলে ফেলেছি। আপাতত লিগ খেলাতেই মনোযোগ দিতে চাই, লিগ ক্রিকেটই উপভোগ করতে চাই।”

     

    নিজের উত্তরসূরিদের মধ্য থেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদকে পাকিস্তানের তিন ফরম্যাটেরই অধিনায়ক হিসেবে দেখতে চান আফ্রিদি, “শেষ পর্যন্ত এটা বোর্ডই ঠিক করবে যে কে পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব দেবে। তবে আমি মনে করি সরফরজাকে তিন ফরম্যাটেই দায়িত্বটা দিলে সেটা পাকিস্তানের জন্যই মঙ্গলজনক হবে।”