চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে সুপার ওভার
টি-টোয়েন্টিতে অনেক আগে থেকেই নিয়মটা প্রচলিত ছিল। এবার ওয়ানডেতেও ‘সুপার ওভার’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। গতকাল দুবাইতে এক সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। আগামী চ্যাম্পিয়নস ট্রফি থেকে প্রয়োগ করা হবে এই নিয়ম।
নির্ধারিত ওভারে দুই দলের রান যদি সমান হয়, তাহলে ম্যাচ শেষে একটি করে অতিরিক্ত ওভার খেলা হয়। এটাকেই বলা হয় ‘সুপার ওভার’। তবে টি-টোয়েন্টিতে এই নিয়ম থাকলেও ওয়ানডেতে কখনোই এরকম কিছু ছিল না। আইসিসি ইভেন্টে কোয়ার্টার ও সেমিফাইনালে দুই দলের রান সমান হলে গ্রুপ পর্বে তাঁদের অবস্থানের ওপর ভিত্তি করেই জয়ী ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচের স্কোর সমান ছিল। তবে সুপার সিক্স পর্বে প্রোটিয়াদের চেয়ে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়াকেই জয়ী ঘোষণা করা হয়।
এবারের চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল ও ফাইনালে দুই দলের স্কোর সমান হলে সুপার ওভারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি করা হবে। এছাড়া ২০১৭ সালের মহিলা বিশ্বকাপেও ব্যবহার করা হবে সুপার ওভার।