• " />

     

    'ফিটনেস, ফিল্ডিংয়ে অন্যদের চেয়ে যোজন পিছিয়ে পাকিস্তান'

    'ফিটনেস, ফিল্ডিংয়ে অন্যদের চেয়ে যোজন পিছিয়ে পাকিস্তান'    

    নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মাঠে টানা পাঁচ টেস্ট হারতে হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজেও জয় মাত্র ১টিতে। ভুলে যাওয়ার মতো সফরটা শেষ করে দেশে ফেরার পর পাকিস্তানের কোচ মিকি আর্থার দলের খেলোয়াড়দের ফিটনেস লেভেল আর ফিল্ডিংয়ের মান নিয়ে খোলাখুলিই প্রশ্ন তুলেছেন।

     

    পাকিস্তানের কোচ মনে করছেন এই দুটো জায়গায় তাঁর ছেলেরা অন্য সব দলের চেয়ে অনেকটাই পিছিয়ে, “এই মুহুর্তে আমাদের দলের জন্য সবচেয়ে বড় হতাশার জায়গা আমাদের বেসিক ফিটনেস লেভেল আর ফিল্ডিংয়ের মান। এই জায়গা দুটোয় আমরা অন্যান্য দলের চেয়ে অনেক পিছিয়ে।  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটা ম্যাচে আমরা অন্তত ২০ রান করে অতিরিক্ত দিয়েছি শুধুমাত্র ফিল্ডিংয়ের দুর্বলতার কারণে। এটা তো কোনোভাবেই মেনে নেয়া যায় না।”

     

    তবে এ জায়গাগুলোয় উন্নতির কাজ শুরু হয়েছে বলে জানাচ্ছেন কোচ, “এই ডিসিপ্লিনে আমরা অনেক পরিশ্রম করছি, অনুশীলন ক্যাম্পে আলাদা করে সময় বরাদ্দ করছি। থ্রোয়িং, ক্যাচিং, স্লাইডিং আমাদের ছেলেদের নতুন করে শেখাতে হবে যেহেতু এসব আগে কখনো শেখানো হয় নি এবং তাঁদের টেকনিক খুবই দুর্বল। ফিটনেসের জায়গাটায় আমরা কোনো ছাড় দেবো না। প্রত্যেক খেলোয়াড়কে আলাদা ফিটনেস স্ট্যান্ডার্ড ঠিক করে দেয়া হয়েছে যেটা তাঁদেরকে অবশ্যই পালন করতে হবে।”