১১ নম্বরে নেমে ১৫০!
ব্যাটিং করা তাঁর কাজ নয়। দলের শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে মাঝে সাঝে কিছু রানের দেখা পেয়েছেন। তবে পরশু ফ্রেডি ওয়াকারের ব্যাটের ওপর যেন কিছু একটা 'ভর' করেছিল! নিউজিল্যান্ডের ঘরোয়া আধা পেশাদার ক্রিকেটে হ্যামিল্টনের হয়ে ১১ নাম্বারে নেমে ১২৫ বলে ১৫০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ফ্রেডি।
এই ম্যাচের আগে নিজের ক্যারিয়ারে ফ্রেডির সর্বোচ্চ রান ছিল মাত্র ২৫! আগের ছয় ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ৫৪ রান। তবে গ্যালওয়ে পার্কে নর্দান ডিসট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের ম্যাচে দলীয় ১৮৯ রানেই ৯ উইকেট হারায় হ্যামিল্টন। এরপরেই সেই মহাকাব্যিক ইনিংসের শুরু। শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে অ্যানিস দেশাইয়ের সাথে গড়েছেন ২২০ রানের অনবদ্য এক জুটি। দেশাইও সেঞ্চুরি পেয়েছেন, ১৬৫ রানে অপরাজিত থাকেন তিনিও।
বে অফ প্লেনটির বিপক্ষে ফ্রেডির ১৫০ রানের ঝড়ো ইনিংসটি সাজানো ছিল ২৩ চার ও একটি ছয়ে। শেষ পর্যন্ত ৪০৯ রানে ইনিংস ঘোষণা করে হ্যামিল্টন। প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য শেষ উইকেটে এর চেয়েও বেশি রানের রেকর্ড আছে। ১৯২৮ সালে নিউ সাউথ ওয়েলসের অ্যালান কিপ্যাক্স ও হল হুকার ভিক্টোরিয়ার বিপক্ষে ৩০৭ রানের অবিস্মরণীয় জুটি গড়েছিলেন।
অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ নাম্বার ব্যাটসম্যানের সেরা স্কোর ১৬৩, ১৯৪৭ সালে ডার্বিশায়ারের বিপক্ষে এসেক্সের পিটার স্মিথ করেছিলেন এই কীর্তি। টেস্টে শেষ ব্যাটসম্যান হিসেবে নেমে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার অ্যাস্টন অ্যাগার করেছিলেন ৯৮ রান।