শচীনকেও ছাড়িয়ে যাবেন কুক?
টানা সাড়ে চার বছর ইংল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন, এই সময়ে খেলেছেন ৫৯টি টেস্ট। অবশেষে অধিনায়কত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন অ্যালেস্টার কুক। তবে ৩২ বছর বয়সী এই ওপেনার খেলা চালিয়ে যাবেন ‘স্পেশালিস্ট’ ব্যাটসম্যান হিসেবে। আর কুকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখে সাবেক ইংলিশ ক্যাপ্টেন স্যার ইয়ান বোথাম বলছেন, এটা তাঁকে ব্যাটিংয়ে আরও বেশী মনোযোগী হওয়ার সুযোগ করে দেবে এবং তিনি মনে করেন টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় একদিন শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন কুক।
১১,০৫৭ রান নিয়ে এই মুহুর্তে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশী টেস্ট রানের মালিক কুক, সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও আছেন দশ নম্বরে। সবার উপরে থাকা শচীন টেন্ডুলকারের রান ১৫,৯২১। বোথাম মনে করেন, সেটিও একদিন ছাড়িয়ে যেতে পারেন কুক, “শচীনের ওই কীর্তি ছাড়িয়ে যাওয়ার সত্যিকারের সম্ভাবনাই আছে কুকের। টেস্টে সবচেয়ে বেশী রানের মালিক একদিন সে হতেই পারে। তাঁর এমন কোনো বয়স হয়ে যায় নি।”
অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্তটা তাতে সহায়ক হবে বলেই বিশ্বাস বোথামের, “এটা তাঁর ক্যারিয়ারের সেরা সিদ্ধান্তগুলোর একটি হতে পারে। ব্যাটসম্যান হিসেবে সে এখন আরও নির্ভার হয়ে খেলতে পারবে এবং ইংল্যান্ডের যে কোনো প্লেয়ারের জন্য কল্পনাতীত বেশী রান করার সুযোগ পাবে।”
ফর্ম আর ফিটনেস ঠিক থাকলে আরও অন্তত বছর পাঁচেক খেলতে পারেন কুক। আর সেক্ষেত্রে এক সময় পর্যন্ত অধরা মনে হওয়া শচীনের রেকর্ডটা ভাঙার সমূহ সম্ভাবনাই থাকছে তাঁর সামনে।