ফুটবল ছেড়ে ডিস্কো জকি
ফুটবল ছাড়ার পর অনেকেই খেলাটির মায়া কাটাতে পারেননি। কোচ বা বিশ্লেষক বা অন্য যে ভূমিকাতেই হোক- জড়িয়ে থাকেন খেলার সঙ্গে। আবার অনেকে জড়িয়ে পড়েন অন্য পেশায়। তবে জিব্রিল সিসের মতো বিচত্র পেশায় বোধ হয় কম ফুটবলারই আসেন। ফুটবল ছাড়ার পর যে ফ্রেঞ্চ স্ট্রাইকার ডিজে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন!
৩৫ বছর বয়সী সিসে ভবিষ্যৎ জীবনটা ‘ডিজে’ হিসবেই কাটিয়ে দিতে চান, “খেলা ছাড়ার পর আমার ধ্যান জ্ঞান সবই থাকবে ‘ডিস্কো জকি’ হওয়ার জন্য। একই সাথে আমি প্রযোজকও হতে চাই! আর নিজের কাপড়ের ব্যবসাটাকে আরও বাড়াতে চাইছি। কিন্তু ডিজে হওয়াটাই আমার প্রধান লক্ষ্য।”
অবসরের চিন্তাটা অবশ্য ২০১৫ সালের অক্টোবরেই করেছিলেন। তবে অস্ত্রোপচারের পর আরও কিছুদিন খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছে ছিল। কিন্তু চোটের পাশাপাশি এই বছর ক্লাবের সাথে চুক্তি নবায়ন না হওয়ায় বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক লিভারপুল ফরোয়ার্ড। ফুটবলকে মিস করবেন বলেই জানিয়েছেন, “আজ পর্যন্ত ফুটবলই আমার জীবন ছিল। যদিও অনেক বছর খেলে যাওয়ার ইচ্ছা ছিল, তবে এখন মনে হচ্ছে এটাই বিদায়ের উপযুক্ত সময়।”