• " />

     

    টি-টোয়েন্টিতে ৩০০ রানের ইনিংস!

    টি-টোয়েন্টিতে ৩০০ রানের ইনিংস!    

    একটা সময় ওয়ানডেতে ২০০ রানই ছিল অকল্পনীয়। এখন সেটা আর চোখ কপালে ওঠায় না। তবে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হলেও ২০০ রান অনেক দূরের পথ। অথচ সেই টি-টোয়েন্টিতেই ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন দিল্লীর ২১ বছর বয়্সী মোহিত আহলাওয়াত। অপেশাদার লিগের এক ম্যাচে মাত্র ৭২ বলেই এই কীর্তি করেছেন তিনি। সেই সেঞ্চুরির পুরস্কার হিসেবে এবার ডাক পেয়েছেন দিল্লি ডেয়ারডেভিলসের দলেও। 

     

    দিল্লীর ললিতা পার্কে ‘ফ্রেন্ডস প্রিমিয়ার লিগের’ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে মাভি একাদশ। ওপেনিংয়ে নেমেই ব্যাটিং তাণ্ডব চালাতে শুরু করেন উইকেটকিপার ব্যাটসম্যান মোহিত। ৩০০ রানের অপরাজিত ইনিংসটি খেলার সময় তিনি মেরেছেন ৩৯ টি ছয় ও ১৪ টি চার! তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে দলের স্কোর দাঁড়ায় ৪১৬ রান।

     

     

    এর আগে কখনোই টি-টোয়েন্টিতে কোনো দলের স্কোর ৪০০ পেরোয়নি। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর ও আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়া করেছিল ২৬৩ রান। অন্যদিকে ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণে ব্যক্তিগত সেরা স্কোর ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের, রয়্যাল চ্যালেঞ্জারসের হয়ে ৬৬ বলে ১৭৫ রান করেছিলেন তিনি। আর অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৫৬ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ।