• " />

     

    ডিনার করার টাকা নেই দ্রাবিড়দের!

    ডিনার করার টাকা নেই দ্রাবিড়দের!    

    তাঁদের ক্রিকেট বোর্ডকে ধরা হয় বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। তবে সেই ভারতের অনূর্ধ্ব-১৯ দলই কিনা ভুগছে চরম অর্থকষ্টে। অবস্থাটা এতই ভয়াবহ, তাঁদের কাছে নাকি রাতে খাওয়ার মতো টাকাটুকুও নেই! শুধু ক্রিকেটার নয়, একই অবস্থা দলের কোচ রাহুল দ্রাবিড়েরও!

     

    ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৫ ওয়ানডে ও একটি টেস্ট খেলার জন্য মুম্বাইতে অবস্থান করছে ভারতীয় দল। পাঁচ তারকা সেই হোটেলে সকালের নাশতা দেওয়া হচ্ছে,  দুপুরের খাবারটা আয়োজন করছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন। কিন্তু রাতের খাবারটা নিজেদের খরচেই খেতে হচ্ছে সবাইকে। আর এখানেই বেধেছে বিপত্তি। হোটেলের একটি স্যান্ডউইচের দামই যেখানে ১৫০০ রুপি মতো, সেখানে ডিনার খাওয়া রীতিমত অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবার জন্য।

     

     

     

    কিন্তু এরকমটা হচ্ছে কেনো? দলের সব খরচ তো বিসিসিআইয়ের দেওয়ার কথা! তবে লোধা কমিটির সেই ঘটনার পরেই গোলমালটা বেঁধেছে। অনুরাগ ঠাকুরের বিদায়ের পর থেকেই অনূর্ধ্ব-১৯ দলের প্রতিদিনের জন্য বরাদ্দ ৬৮০০ রুপি দেওয়া হচ্ছে না। এই কারণেই নিজেদের টাকায় চলতে হচ্ছে দ্রাবিড়দের। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব তাড়াতাড়িই এই সমস্যার সমাধান হবে, “অনুরাগ ঠাকুরের বিদায়ের পর থেকে অর্থনৈতিক ব্যাপারগুলোতে জট লেগে গিয়েছে। বোর্ডের নানা সমস্যার মাঝে এই ব্যাপারটার সমাধান করা সম্ভব হচ্ছে না। আর অনূর্ধ্ব-১৯ দলে আমরা ক্রেডিট কার্ডও দিতে পারছি না, কারণ তাঁরা প্রাপ্তবয়স্ক নন। আশা করি তাঁদের এই সিরিজটা শেষ হওয়ার পরেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।”

     

    এদিকে বোর্ড থেকে টাকা না পাওয়ায় পরিবার থেকেই টাকা নিয়ে চলতে হচ্ছে দ্রাবিড়ের শিষ্যদের। দলের কেউ কেউ তো হতাশ হয়ে পড়েছেন বোর্ডের এরকম আচরণে, “আপনি যদি অভিযোগ করতে চান এসব ব্যাপারে, কার কাছে করবেন?”