গরমের তীব্রতায় ক্রিকেট ম্যাচ বাতিল
তীব্র দাবদাহের কারণে এই সপ্তাহে অনুষ্ঠেয় সিডনি ক্লাব ক্রিকেটের সব ম্যাচ বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট কর্তৃপক্ষ। প্রচণ্ড গরমে খেলোয়াড়রা অসুস্থ হয়ে গেলে সেবা দেয়ার মতো পর্যাপ্ত লোকবল না থাকার কারণেই এমন সিদ্ধান্ত বলে জানা গেছে। ১৮৯৩ সালে শুরু হওয়ার পর থেকে সিডনি গ্রেড ক্রিকেট’ নামে পরিচিত ক্লাব পর্যায়ের এই টুর্নামেন্টের কোনো ম্যাচ গরমের কারণে বাতিল হওয়ার ঘটনা এবারই প্রথম।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ম্যাচগুলোর জন্য নির্ধারিত দিন এই রবিবার ওই অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এমন তাপমাত্রায় অসুস্থ হয়ে গেলে খেলোয়াড়দের শুশ্রূষা দেয়ার পর্যাপ্ত লোকবলের অভাব থেকেই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ক্রিকেট নিউ সাউথ ওয়েলস ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান চিকিৎসা কর্মকর্তা ড. জন অর্চার্ড।
এদিকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলমান কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের মধ্যকার শেফিল্ড শিল্ডের ম্যাচটি অব্যাহত থাকবে। তবে খেলা চলাকালীন পানীয় পানের জন্য এক ঘন্টা অন্তর বিরতি দেয়ার পরিবর্তে ৪০ মিনিট পরপর বিরতি দেয়া হচ্ছে। নিয়মিত বিরতিতে চিকিৎসক দলও মাঠে গিয়ে খেলোয়াড়দের শারীরিক অবস্থা পর্যবেক্ষন করছে।