ফিফার সঙ্গে কাজ করা ম্যারাডোনার 'স্বপ্নপূরণ'
ফিফার দুর্নীতি নিয়ে একসময় বেশ সোচ্চার ছিলেন। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির হর্তাকর্তাদের ‘মাফিয়া’র সাথেও তুলনা দিয়েছিলেন। তবে নেতৃত্বে পালাবদলের পর বর্তমান ফিফাকে ‘স্বচ্ছ ও পরিষ্কার’ বলেই রায় দিচ্ছেন দিয়েগো ম্যারাডোনা। আর সেটার শুভেচ্ছা দূতের ভূমিকায় কাজ করার সুযোগ পাওয়াটাকে বলছেন ‘নিজের জীবনের অন্যতম একটি স্বপ্নপূরণ’।
ফিফার নতুন সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর সাথে ওয়ার্ম আপ করছেন ম্যারাডোনা
ফিফার সাথে কাজ করতে যাওয়ার বিষয়টি নিজেই তাঁর অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে জানিয়েছেন আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী, “এটা এখন চূড়ান্ত। আমার জীবনের একটা স্বপ্ন অবশেষে পূরণ হতে যাচ্ছে, আর সেটা হল ফুটবলপ্রেমী মানুষদের নিয়ে একটি স্বচ্ছ ও নিষ্কলুষ ফিফার জন্য কাজ করা।”
ফিফার নতুন সভাপতি জিয়ান্নি ইনফানতিনো ফুটবলের মহাতারকাদের সাথে সংস্থাটির সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন অনেক নামী ফুটবলারকেই। ফুটবলে ম্যারাডোনার অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে নতুন দায়িত্বটি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফিফার একজন মুখপাত্র।