অন্ধদের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন
ইনিংস বিরতির সময় বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের বেশিরভাগের মুখই খানিকটা মলিন। চিরপ্রতিদ্বন্দ্বীরা রানের পাহাড় গড়েছে, এবার হয়তো ট্রফিটা হাতছাড়া হয়েই যাবে! তবে শেষ পর্যন্ত দর্শকের মুখে হাসি ফুটিয়ে টানা দ্বিতীয়বারের মতো অন্ধদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিজেদের করে নিয়েছে ভারত। পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রেখেছে শেখর নায়েকের দল।
প্রথমে ব্যাট করে বদর মুনির ও মোহাম্মদ জামিলের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ১৯৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বোলারদের কোনো পাত্তাই দেয়নি ভারত। অজয় কুমার ও প্রকাশ জয়রামিয়ার ১০৯ রানে উদ্বোধনী জুটি জয়ের পথ সুগম করে দেয়। অজয় সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে টিকে ছিলেন প্রকাশ। মাত্র এক রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি, তবে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। দুর্দান্ত এই ইনিংসের জন্য ম্যাচসেরাও হয়েছেন প্রকাশ।
২০১২ সালের বিশ্বকাপের ফাইনালেও এই পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল ভারত।